Powered By Blogger

Saturday, December 14, 2024

কবিতাঃ বুক করছে ধড়ফড়

ভেবে ভেবে আমি ক্লান্ত হ'য়ে যাই----
দেশ আগে না মানুষ আগে?
দেশের পতাকা না মানুষের জীবন?
কোনটা আগে? দয়াল আমার!
উত্তর কোথায় আমি পাই?

দয়াল, কা'কে বাসবো ভাল আর
কা'কে করবো 
রক্ষা আগে?
দেশ, দেশের পতাকা না মানুষ, মানুষের জীবন? 
মনের মাঝে হাজার প্রশ্ন জাগে
ভেবে ভেবে আমি পাগল হ'য়ে যাই।

কোনটা আমার দেশ আর কোনটা পরদেশ?
কে আমার আপন আর কে আমার পর?
ভেবে ভেবে দয়াল করছে বুক ধড়ফড়
কোথায় তুমি দয়াল? কোথায় আমার নিকেশ?
( লেখা ২৯শে নভেম্বর'২৪)












No comments:

Post a Comment