Powered By Blogger

Saturday, December 28, 2024

বিচিত্রা ৭০

কিসকো ডর? কাহেকো ডর?
বহেনা কৌন হ্যাঁয় আল্লা ইয়া
ঈশ্বরসে বড়কড়?
আপনে আপকো পহেচানো
আউর ঈশ্বর ছোড়কর কিঁউ করে
দুসরোকে উপর নির্ভর?

ধর্মের নামে ব্যবসার ছলাকলা
করছো ধর্মকে বলাৎকার খুল্লমখুল্লা
তাঁর বাণীর দোহাই দিয়ে ক'রো না
আর নারীর উপর যত পৌরুষের হল্লগোল্লা।

অন্যের যা কিছু সব তোমার 
 নাই লাগতে পারে ভালো;
কিন্তু তোমার মনের মতো 
সব করতে হবে তাকে
এই ভাবনাটাই কালো।

তুমি তোমার মনকে নিয়ে
যদি সদাই ব্যস্ত থাকো
তবে বন্ধু!
অন্যের চটিতে পা গলাবার আগে 
মনকে সজাগ রেখো।

ধর্মের নামে যদি হ'য়ে চলে অধর্ম 
আর সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য 
করাই হয় রাজনীতি তবে এর হাত থেকে 
কি হবে না কোনোদিন মুক্তি!?

কোনদিন আসবে সেদিন যেদিন 
তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ 
হাতে নেবে রাজদন্ড আর মানুষ খুঁজে পাবে 
সেদিন জীবন দর্শন অখন্ড!

ঈশ্বর স্বয়ং আসেন নেবে 
মানুষ রূপে মানুষের মাঝে; 
বলেন, তিনি ঈশ্বর পুত্র! 
ঈশ্বর কখনো বলেন না তিনি ঈশ্বর, 
দিয়ে যান শুধু সূত্র!!

আমি তুমিও ঈশ্বর পুত্র
কিন্তু ন'ই ঈশ্বর আর ঈশ্বর স্বয়ং 
মর্তধামে এসে বলেন,
আমি ঈশ্বর পুত্র!!
কারণ এই জীব জগৎ সব নশ্বর।
( লেখা ২৯শে ডিসেম্বর' ২০১৭)





























No comments:

Post a Comment