ভেবেছিলাম তোমায় ভালোবাসি;
আর ভালোবেসে ভেবেছিলাম
আর ভালোবেসে ভেবেছিলাম
প্রয়োজনে হাসিহাসি পরবো ফাঁসি।
তোমায় দেখেছিলাম প্রথম যেদিন
ভেবেছিলাম স্বপ্নে ডুবে আছি!
আর স্বপন মাঝে যখন দিলাম ডুব
আর স্বপন মাঝে যখন দিলাম ডুব
দেখি শয়নে-জাগরণে সবসময়ে স্বপ্নে আছি!
এখন স্বপ্ন আমার হারিয়ে গেছে,
হারিয়ে গেছে আমার স্বপ্নে দেখা মুখ!
ভালোবাসা আমার শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে সুখ!
দুঃখ সেথায় তুলেছে ফণা মারবে বলে ছোবল,
দুঃখ সেথায় তুলেছে ফণা মারবে বলে ছোবল,
কণ্ঠধ্বনি ঐ শোনা যায়
'হরিবোল, হরিবোল! বলো হরি হরিবোল।'
হরিবোল নামে পরাণ শুখায় চিত্তে জাগে ভয়!
ভালোবাসা পালায় ছুটে ভয়রে করতে নারে জয়।
শ্মশান ছবি ভেসে ওঠে পরপারের যায় ডাক শোনা!
প্রদীপ যেন নিবু নিবু আর মন বলে, শুরু হ'লো দিন গোনা!
'হরিবোল, হরিবোল! বলো হরি হরিবোল।'
হরিবোল নামে পরাণ শুখায় চিত্তে জাগে ভয়!
ভালোবাসা পালায় ছুটে ভয়রে করতে নারে জয়।
শ্মশান ছবি ভেসে ওঠে পরপারের যায় ডাক শোনা!
প্রদীপ যেন নিবু নিবু আর মন বলে, শুরু হ'লো দিন গোনা!
কেমনতর ছিল সে প্রেম-স্বপ্ন-ভালোবাসা?
মনরে শুধাই আমি, ছিল কি তা সত্যি খাসা?
ছিল কি তা খাঁটি সোনা? ছিল কি তাঁর প্রতি ভরসা?
শুনেছি মহাশক্তি নাকি ঘুমিয়ে থাকে বুকের গভীরে নীরবে!?
তাঁর প্রতি নিবিড় ভালোবাসায় তা নাকি জেগে ওঠে সরবে।
তমসার পার হ'তে কে যেন বলে,
বিবেকের ডাকে দাও সাড়া, করো না মনের অনুসরণ
ছিল কি তা খাঁটি সোনা? ছিল কি তাঁর প্রতি ভরসা?
শুনেছি মহাশক্তি নাকি ঘুমিয়ে থাকে বুকের গভীরে নীরবে!?
তাঁর প্রতি নিবিড় ভালোবাসায় তা নাকি জেগে ওঠে সরবে।
তমসার পার হ'তে কে যেন বলে,
বিবেকের ডাকে দাও সাড়া, করো না মনের অনুসরণ
অন্তর হ'ক শুদ্ধ আর শুদ্ধ চিত্তে করো তাঁকে বরণ।
( লেখা ১৬ই ডিসেম্বর'২০১৮)
No comments:
Post a Comment