Powered By Blogger

Saturday, December 14, 2024

কবিতাঃ চুরি

তোমায় যদি বাসলাম ভালো 
তবে তোমার কেন হ'লাম না!?
তোমার প্রেমে মাতাল হ'লাম 
তবু তোমায় মনে ধরলো না!!
তোমার রঙে দেহে রঙিন হ'লাম 
কিন্ত মন রাঙালাম না,
তোমার রসে আমায় দিলাম ভিজিয়ে 
জীবন রসাল হ'লো না!
এমনি ভাবেই জীবন গেল 
ভরলো না আমার আনন্দেতে ঘর
পরকে করলাম আপন আর 
আপনকে করলাম পর!
এমন কেন হ'লো জীবন? 
মনে মনে ভাবি
ভাবের ঘরে ডুব দিয়ে করেছি 
ভাবের ঘরেই চুরি!
 ( লেখা ১৫ই ডিসেম্বর'২০১৮)

No comments:

Post a Comment