তবে তোমার কেন হ'লাম না!?
তোমার প্রেমে মাতাল হ'লাম
তোমার প্রেমে মাতাল হ'লাম
তবু তোমায় মনে ধরলো না!!
তোমার রঙে দেহে রঙিন হ'লাম
তোমার রঙে দেহে রঙিন হ'লাম
কিন্ত মন রাঙালাম না,
তোমার রসে আমায় দিলাম ভিজিয়ে
তোমার রসে আমায় দিলাম ভিজিয়ে
জীবন রসাল হ'লো না!
এমনি ভাবেই জীবন গেল
এমনি ভাবেই জীবন গেল
ভরলো না আমার আনন্দেতে ঘর
পরকে করলাম আপন আর
পরকে করলাম আপন আর
আপনকে করলাম পর!
এমন কেন হ'লো জীবন?
এমন কেন হ'লো জীবন?
মনে মনে ভাবি
ভাবের ঘরে ডুব দিয়ে করেছি
ভাবের ঘরে ডুব দিয়ে করেছি
ভাবের ঘরেই চুরি!
( লেখা ১৫ই ডিসেম্বর'২০১৮)
( লেখা ১৫ই ডিসেম্বর'২০১৮)
No comments:
Post a Comment