Powered By Blogger

Sunday, December 15, 2024

বিচিত্রা ৬৪

বন্ধু, গুরুভাই আমার!
তুমি মানুষকে দিও না আঘাত
মানুষকে তুমি বেসো ভালো;
কপট চাতুরী যদি না রাখো হৃদয়ে
নিশ্চিত সেথায় পড়বে তাঁর আলো।

কেউ কেউ বলে,
'ঠাকুরকে অবিকৃতভাবে গ্রহণ করতে হবে।'
এটার আবার কি মানে? কারা মানে?
বড়দার প্রতি অশ্রদ্ধা আর বিকৃতি 
যার চরিত্রে আর জ্ঞানে!!

যারা বলে,
ঠাকুর আমার জ্ঞান, ঠাকুর আমার ধ্যান,
ঠাকুর আমার ধরকন,
বড়দা-ফরদা, আচার্য-ফাচার্য
মানি না আমি ভাই
নিশ্চিত জেনো বন্ধু,
অতি ভক্তি চোরের লক্ষ্মণ;
তাই, সাবধান থেকো ভাই।
( লেখা ১৫ই ডিসেম্বর'২০১৭)

আদর্শহীন জীবন বৃত্তি-প্রবৃত্তির দাস।
আদর্শহীন জীবন ডেকে আনে মরণ।
( লেখা ১৫ই ডিসেম্বর'২০১৮)

তোমায় লাথি মারবো, গালাগালি করবো, 
করবো কুৎসা; 
টেনে নীচে নামাবো, বাধা দেবো,
করবো নিন্দা চর্চা; 
তবুও যদি তুমি আমায় মানো 
তাহলে ঠিক আছে; 
নইলে তুমি অহংকারী জেনো!
( লেখা ১৫ই ডিসেম্বর'২০১৯)

বিশ্বাস তাকেই করা যায় যে আমাকে 
প্রশ্নশূন্য চাহিদাহীন ভালোবাসে।
( লেখা ১৫ই ডিসেম্বর'২০২০)


















No comments:

Post a Comment