Powered By Blogger

Monday, December 23, 2024

বিচিত্রা ৬৬

ভুলের ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে 
কেন মরছো ঘুরে অনিবার!?
যার জীবনে যত কম ভুল
জেনো সে থাকে সুখে,
আনন্দ তার দুর্নিবার।

সাবধান!
শয়তানের মিষ্টি হাসিতে 
ভুলেও দিও না তারে বসিতে 
তোমার আর প্রভুর মাঝে;
চতুর জেনো কিন্তু সে 
চার আল দেখে চলে যে।
(লেখা ২৪শে ডিসেম্বর'২০১৭)

উঠতে পলিটিক্স, বসতে পলিটিক্স, 
শুতে পলিটিক্স, খেতে পলিটিক্স, 
চলতে-বলতে-শুনতে পলিটিক্স! 
উফ! জীবনের D. N. A-তে পলিটিক্স!
(লেখা ২৪শে ডিসেম্বর'২০১৯)

তাত্ত্বিক ঘোর আমেজে সকাল থেকে সন্ধ্যে
অলীক মায়ার মোহন বাঁশির সুরে
ডুবে আছো মণি,
তাই জানতে পারলে না তুমি
কোথায় লুকিয়ে আছে জীবনের খনি।
(লেখা ২৪শে ডিসেম্বর'২০২৪)



No comments:

Post a Comment