Powered By Blogger

Tuesday, December 17, 2024

কবিতাঃ যাবে নাকি তুমি?

জীবন নিয়ে বিব্রত? বিপন্ন বিপর্যস্ত সময়?
হতাশা, অবসাদগ্রস্ততা হাতছানি দিয়ে ডাকে?
সকাল থেকে দুপুর একাকী নিঃসঙ্গতা ভরপুর?
উদ্দেশ্যহীন চলা সাথী অবহেলা অন্ধকারময়
উন্মুক্ত আকাশে শব্দহীন রাতে পথের বাঁকে?
কেউ কোথাও নেই অন্ধকার বাড়িয়ে দেয় হাত
জড়িয়ে ধরে ঝিঁঝিঁপোকার ডাক, জোনাকি রাত!
ক্লান্তিতে ঘুমে জড়ানো স্বপ্নহীন চোখ কাকে যেন
কি যেন খোঁজে টলোমল পায় কি যে হাতড়ায়!
জীবনের শুরুতে সকালেই বিকেলের ফুল হ'য়ে
বিমর্ষ অবসন্ন, হ'য়ে ফ্যাকাশে ঝ'রে পড়ো কেন?
কথার স্রোতে ভাসা আর গন্তব্যহীন উদোম চলা
জীবনকে করেছে ফাঁপা করাকে দিয়ে ফাঁকি।

যাক পিছনে পড়ে থাক সে যতসব দুঃস্বপ্নের রাত।
যা হয়েছে বন্ধু ভুলে সে অতীত ফেরাও সম্বিৎ
ফিরে চলো ঘরে সবাই হাত ধরাধরি ক'রে
উপ ছেড়ে করো ভোগ দূর হ'ক যত দুর্ভোগ
জীবন আছে এখনো অনেক বাকী।

জীবন খুঁজে পাবে বন্ধু সেই ঘরেতে তুমি
আছে সেথায় তোমার আমার সবার জীবন স্বামী।
হতাশা অবসাদ একাকীত্ব ঝগড়া বিবাদ
নেই সেথা রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয়
দরিদ্রতার আবাদ। সেথা আছে শুধু ভালোবাসা
আর প্রেম দয়া মায়ার এক খাসা ভালো বাসা।
এ বাসা তোমার বাসা জীবন খুঁজে পাবে তুমি।
সেথায় তোমার তরে আছেন বসে দয়াল জীবনস্বামী।
এমন বাসায় বন্ধু যাবে নাকি তুমি? 
( লেখা ১৭ই ২০২৩)

No comments:

Post a Comment