Powered By Blogger

Wednesday, December 4, 2024

বিচিত্রা ৫৫

ভোট এসেছে, জোট বেঁধেছে, 
ভো-ও-ও-ও-ওট!
জনগণে দাও ক্ষেপিয়ে, দাও নাচিয়ে, 
দা-আ-আ-আ-আও।
( লেখা ৪ই ডিসেম্বর'২০২০)

ঠাকুরের বাণী কার জন্য? 
পোস্ট করা ও শেয়ার করা হয় কি জন্য?
অন্যকে খোঁচা মারার জন্য নাকি 
নিজের জন্য ও নিজেকে শুধরাবার জন্যে!?

নারীর বিরুদ্ধে আজ নারী! 
মানবতার নামে বলাৎকারীর পক্ষে আজ নারী!!
কালো যুগ নাকি স্বর্ণ যুগ!?

পুরুষের সঙ্গে সমান তালে নারীর নীচে 
নামার বহু প্রমাণের একটা প্রমাণ 
চ্যানেলে চ্যানেলে নারীর বিরুদ্ধে আজ নারী! 
সমানাধিকার!?
( লেখা ৪ই ডিসেম্বর'২০১৯)

হে আর্য, কেন করো আচরণ অন্যায্য?
অন্যায্য আচরণ যার জেনো সে অনার্য।

যাবো কি যাবো না ভেবে ভেবে 
দিনটাই চলে গেল।
পাবো কি পাবো না এই সংশয়ে 
জীবনটাই হ'লো এলোমেলো।
যাওয়া পাওয়া কোনটাই হ'ল না।

ঈশ্বরে বিশ্বাস হৃদ মাঝারে নীচতার নিঃশ্বাস!
ঈশ্বরে অবিশ্বাস মন জুড়ে মানবতায় বিশ্বাস!!
বাঃ! মানবতা ও মানবতাবাদী, বাঃ!!
নিঃশ্বাসের আছে কোনও বিশ্বাস?
বিশ্বাসের কে দেবে আশ্বাস!?

ঈশ্বর বিশ্বাসী যদি হয় আস্তিক 
তবে অবিশ্বাসী নাস্তিক!
ঈশ্বর বিশ্বাসী যদি হয়
বেইমান অকৃতজ্ঞ নেমকহারাম 
তবে কি ঈশ্বর অবিশ্বাসী মানবতাবাদী!?
( লেখা ৪ই ডিসেম্বর' ২০১৭)


































No comments:

Post a Comment