মৃত্যুর মুখোমুখি ও নোতুন জীবন।
শ্রীশ্রীঠাকুরের অজচ্ছল দয়ায়, অপার করুণায় সাক্ষাৎ যমের হাত ছাড়িয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা জীবনের কাহিনী তুলে ধরবো। শয়তানের বিষাক্ত ছোবলের ভয়ংকর মর্মান্তিক সর্ব্বনাশের নিশ্চিত পরিণতি কিভাবে দয়ালের দয়ায় ব্যর্থ হ'য়ে নোতুন জীবন ফিরে পেল, কিভাবে বীভৎস মৃত্যুর ভয়ংকর থাবা থেকে অক্ষত অবস্থায় ফিরে এলো শ্রীশ্রীঠাকুরের দীক্ষিত গাড়ির তিন আরোহী শ্রীশ্রীঠাকুরের বলা
"আমি ইচ্ছে করলে কুষ্ঠি ওলোট পালোট ক'রে দিতে পারি"
বাণীকে বাস্তবের মাটিতে প্রমাণ ক'রে তা' তুলে ধরবো "মৃত্যুর মুখোমুখি ও নোতুন জীবন" সত্য ঘটনা অবলম্বনে লেখায়।
"আমি ইচ্ছে করলে কুষ্ঠি ওলোট পালোট ক'রে দিতে পারি"
বাণীকে বাস্তবের মাটিতে প্রমাণ ক'রে তা' তুলে ধরবো "মৃত্যুর মুখোমুখি ও নোতুন জীবন" সত্য ঘটনা অবলম্বনে লেখায়।
সবাইকে অনুরোধ করবো দয়ালের অসীম অনন্ত দয়ার কথা পড়ার ও সবাইকে পড়াবার জন্য যাতে দীক্ষিতরা দয়ালকে নিয়ে নিখুঁত চলার চেষ্টা ক'রে নিজেকে ও সবাইকে নিয়তির হাত থেকে বাঁচাতে পারে।
( ৩রা ডিসেম্বর'২০২৩)
No comments:
Post a Comment