তুমি ছাড়া নেই আর অন্য!
তোমার নামে প্রাণ আমার বন্য!
তোমার নাম কেবলি আমার অন্ন!
আজ তোমার নামে প্রাণে প্রাণে
জাগে শিহরণ,
তোমার নামে ওঠে প্রাণে
নামের অনুরণন!
মনের মাঝে উঠল বেজে
তোমার নামের গুঞ্জন,
প্রাণে প্রাণে নামের পরশ
হৃদয় অনুরঞ্জন!
নব রূপে যীশু তুমি
এসেছো আবার
আমার জীবন স্বামী।
তোমার নাম আর তুমি
অভেদ জানি
তুমি সর্বজ্ঞ অন্তর্যামী।
( লেখা ২৫শে ডিসেম্বর'১২/ রাত ১২টা)
তোমার নামে প্রাণ আমার বন্য!
তোমার নাম কেবলি আমার অন্ন!
আজ তোমার নামে প্রাণে প্রাণে
জাগে শিহরণ,
তোমার নামে ওঠে প্রাণে
নামের অনুরণন!
মনের মাঝে উঠল বেজে
তোমার নামের গুঞ্জন,
প্রাণে প্রাণে নামের পরশ
হৃদয় অনুরঞ্জন!
নব রূপে যীশু তুমি
এসেছো আবার
আমার জীবন স্বামী।
তোমার নাম আর তুমি
অভেদ জানি
তুমি সর্বজ্ঞ অন্তর্যামী।
( লেখা ২৫শে ডিসেম্বর'১২/ রাত ১২টা)
No comments:
Post a Comment