সৎসঙ্গ মানে মানদাতার আমলে ফিরে যাওয়া
আর বুড়োবুড়িদের মাঝে শুধু হরিবোলের হুঙ্কার ছাড়া?
সবকিছুর মধ্যে ফুঁটো খোঁজার স্বভাব
নিজের অজান্তে জনসমাজে নিজেকে
'ফুঁটো দা' ক'রে তোলে! সাবধান!!
সৎসঙ্গী গুরুভাইদের কাছে বিনীত নিবেদন
ভুল ধরার আগে নিজে কিছু ক'রে দেখান।সাজানো বাগানে ফুল তোলা আর
মালির দোষ ধরা সহজ!
সাজানো বাগানে ঘুরতে এসে
নির্বিচারে ফুল ছেঁড়া বন্ধ করুন,
নিজে মালি হ'য়ে দেখান।
নিজে কর্মী না হ'য়ে কর্মীর দোষ খুঁজে খুঁজে
ছিদ্রান্বেষীর চরিত্র হ'য়ে বেঁচে থাকার চেয়ে
ধরিত্রীর বোঝ হালকা করা অনেক মঙ্গলজনক।
পুরোনোকে বিদায় আর নতুনকে স্বাগত
জানাতে কারা উল্লাসে মত্ত
শব্দদূষণ-এর পরোয়া না ক'রে
মানুষকে বাঁশ আর হ্যারিকেন ধরাবে ব'লে!?
মার শব্দ কা হাতোড়া!
ভাঁড় মে যায় বুড়াবুড়ি!!
ভাঁড় মে যায় পেশেন্ট!!!
নয়া সাল আয়া তো মার
শব্দ কা গোলি -----মে ডিসেন্ট!!!!
( লেখা ৩১শে ডিসেম্বর'২০২২)
সারাবছর একসঙ্গে সুখেদুঃখে
মিলেমিশে থাকার আনন্দ
জীবনের চরম পরম পাওয়া।
স্বল্প জীবনে এর থেকে বড় পাওয়া
আর কিছুই নেই।
বছরের শেষ দিনে এই-ই আমার উপলব্ধি।
( লেখা ৩১শে ডিসেম্বর'২০১৯
No comments:
Post a Comment