Powered By Blogger

Thursday, December 5, 2024

কবতাঃ মঘুরেন সমাপয়েৎ

শ্রীশ্রীঠাকুর রাতুল চরণে তোমার
জানাই কোটি কোটি প্রণাম!
প্রার্থনা জানাই তব চরণে
যেন করি জপ অবিরাম তব বীজনাম।
ঠাকুর তোমার কাছে চাই না কিছু,
চাই না অর্থ-মান-যশ, চাই না বাড়ি গাড়ি,
চাই না সোনা রুপা হীরে মোতিয়া;
করি প্রার্থনা খতম হ'ক মম মন অহঙ্কারী।
চাই শুধু অধিকার প্রভু তোমার সেবা করিবার;
আর চাই শয়নে স্বপনে জাগরণে
অবগাহনে ভোজনে প্রতি ক্ষণে ক্ষণে
দিবানিশি তোমার কথা বলার আশীর্বাদ।
প্রভু চারিদিকে অবিশ্বাস আর ভন্ডামি মাঝে
চাই শুধু ছোট্ট হ'লেও একটা শান্তির নীড়,
তোমায় পেতে একাকী এড়িয়ে নেতিবাচকের ভিড়
ক'রে নিতে তোমারে প্রভু জীবন সাথীয়া!
আর, প্রভু চাই মধুরেন সমাপয়েৎ,
নিশ্চিত আরামদায়ক বিদায় তোমারে লভিয়া! 

No comments:

Post a Comment