Powered By Blogger

Wednesday, December 4, 2024

উপলব্ধিঃ চেনা-অচেনা!

অনেককে বলতে দেখি, 'আজকাল মানুষ চেনা কঠিন! কে যে ঠিক আর কে বেঠিক তা বোঝা দায়!'
আমি বলি, ভুল কথা। কোনও কঠিনই নয়। একটু চেষ্টা করলে সহজেই মানুষ চেনা যায়। এর জন্য প্রথমে অন্যকে চিনতে যাওয়ার আগে নিজেকে নিজের কাছে চিনতে হয়। নিজের স্বরূপ যদি নিজে চিনতে পারি তাহলে অন্যকে চেনা সহজ হ'য়ে যায়। নিজের চরিত্রের মধ্যেই লুকিয়ে থাকে অন্যকে চিনতে না পারার রসদ! নিজের জটিল চরিত্র দিয়ে অন্যকে বিচার করি, নিজের খিচুড়ি জীবন আর অনুভূতি-উপলব্ধিহীন সীমিত বোধবুদ্ধি দিয়ে আকাশকে বিচার ও বিশ্লেষণ করি।

আর এছাড়া ঠাকুরের কাছ থেকে যা জেনেছি বা শিখেছি তা হ'লো, মানুষ চেনার সহজ উপায় হ'লো মন আর মুখ এক কিনা। মুখে যা বলছে কাজে তা করছে কিনা, ব্যবহারে কিম্বা চরিত্রে তা ফুটে উঠছে কিনা। এছাড়া আরও অনেক কিছু আছে যা অনুশীলনের মধ্যে দিয়ে রপ্ত করতে হয়। প্রথম ও প্রধান কথা, কথা আর করায় মিল আছে কিনা তা দেখা। যেমন ঠাকুর বললেন, "মুখেতে আছে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই।"

তাই বলি, একটু চেষ্টা করলেই তা পারা যায়। মনে রাখতে হবে, লড়াইটা আসলে নিজের সঙ্গে নিজের! মানুষকে চিনতে হ'লে নিজেকে স্বচ্ছ রাখতে হয়, সাদা-কালো রাখতে হয় নতুবা কালার্ড মানুষকে চেনা দায়, কঠিন-মহাকঠিন। কথায় বলে,
আসল ছেড়ে নকলেতে কেন মনটা মজাও!?
নকল ছেড়ে আসলেতে মনটা মজাও!!!!!!

তাহ'লেই দুধ কা দুধ,
পানি কা পানি হ'য়ে যাবে! জয়গুরু।
( লেখা ৪ই ডিসেম্বর'২০১৯)




No comments:

Post a Comment