তবে কপটতা কেন তব সাথী!
যদি নিজেকেই বাসলে ভালো
যদি নিজেকেই বাসলে ভালো
তবে কেন করো হাতাহাতি!!
( লেখা ৫ই ডিসেম্বর'২০১৭)
দেশের শাসন ব্যবস্থায় আছো তোমরা
তবুও তোমরা নীরব!
সংখ্যায় কি তোমরা অপ্রতুল?
নাবালক যখন সাবালকের বাপের বাপ হ'য়ে
হ'য়ে যায় সবার ঠাকুর্দা
তখন তাকে যে বা যারা দিয়ে নাবালক আখ্যা
কঠোর সাজা থেকে দেয় রেহাই
তারা কি আইনের বড়দা?!
( লেখা ৫ই ডিসেম্বর'২০১৯)
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন,
আর আমরা তার অনুগামীরা চাইছি উল্টো।
আমরা (ব্যতিক্রম অবশ্যই আছে) চাইছি,
ভালোবেসেই চাইছি,
কষ্ট ক'রে হেঁটে হেঁটে মরার চেয়ে
বিছানায় হেগে মরা ভালো"
( লেখা ৫ই ডিসেম্বর'২০২১)
No comments:
Post a Comment