Powered By Blogger

Monday, December 30, 2024

বিচিত্রাঃ ৭১

স্বপ্ন নিয়েই তো বেঁচে আছি
স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে চাই
আর স্বপ্নকে সাথে নিয়েই
জানাবো সবাইকে বিদায়!
যা ইউটোপিয়া তা কোনোদিন
বাস্তব হবে ব'লে ভাবতে ভয় পাই।
কে দায়ী? আমি না পরিবেশ?

Old age realizes: Slow but steady.
Youth follows: Fast but unsteady. 
Result: Zero.
Either old age or youth we 
Should rather be fast but steady.

কাল বছরের শেষ দিন
পরশু নতুন বছর শুরু
সবাইকে জানাই অকৃত্রিম ভালোবাসা;
বন্ধু, তবুও বুক করে কেন দুরুদুরু!?

আর একটা নোতুন বছর আসছে 
কলঙ্ক গায়ে মাখবে ব'লে।
বছর বছর বছরেরা আসে 
আলো জ্বালিয়ে আশা জাগিয়ে
সুরের মূর্চ্ছনা আর শব্দে মাতিয়ে!
কিন্তু যাবার যাবে চ'লে 
কাঁদিয়ে ভাসিয়ে পলে পলে।

বছর শেষে উপলব্ধির
খুললো জানালা, খুললো দোরঃ
ভাবতে ভাবতে দিন গেল রে মোর,
আঁধার ঘুচে তাই এলো না আর ভোর।
(৩০শে ডিসেম্বর'২০১৭)














No comments:

Post a Comment