মনে ঈর্ষার ছররা
হৃদয়ে বিষবৃক্ষের বাগিচা গঠন!
হাতে নিয়ে ইষ্টের ধ্বজা
চড়ে বসি তাঁর রথে সোজা
না ক'রে নামধ্যান,
না ক'রে পঠন পাঠন।
বদমাইশি বুদ্ধি মাথায় করছে গিজগিজ
আর ব্যবসা বুদ্ধি নিরন্তর!
তবুও চাও তুমি ইষ্টের দয়া?
শালা বেকুব, তুমি করবে ইষ্টপ্রতিষ্ঠা
নিয়ে বিষে ভরা অন্তর!?
বদমাইশি বুদ্ধি মাথায় করছে গিজগিজ
আর ব্যবসা বুদ্ধি নিরন্তর!
তবুও চাও তুমি ইষ্টের দয়া?
শালা বেকুব, তুমি করবে ইষ্টপ্রতিষ্ঠা
নিয়ে বিষে ভরা অন্তর!?
( ২৫শে ডিসেম্বর'২০১৭)
No comments:
Post a Comment