Powered By Blogger

Thursday, December 26, 2024

বিচিত্রা ৬৮

যার যা প্রাপ্য নয়,
যোগ্য নয় যে যা পাওয়ার
তাই তাকে দিয়েছি দু'হাত ভ'রে 
করেছি উজার হৃদয় আমার; 
আমি কি টুকরা হীরার!?

চল কোদাল চালাই 
ভুলে কেন্দ্রের বালাই
ঝেড়ে সংহতির দায়
ভাসি ফুর্তির হাওয়ায়
যত ভক্তির বালাই
বলবে পালাই পালাই।
অর্থ মান যশের ধান্ধায়
যাবো ইষ্টের দরজায়।

একে মিনমিন, দুয়ে পাঠ;
তিনে গন্ডগোল, চারে হাট!
মন বলে, চল হাটে
পেছনে বিবেক হাঁটে 
চুপিসারে ডেকে বলে, 
সাবধান! খোয়াবি রাজপাট
( লেখা ২৫শে ডিসেম্বর'২০১৭)


















No comments:

Post a Comment