যোগ্য নয় যে যা পাওয়ার
তাই তাকে দিয়েছি দু'হাত ভ'রে
তাই তাকে দিয়েছি দু'হাত ভ'রে
করেছি উজার হৃদয় আমার;
আমি কি টুকরা হীরার!?
চল কোদাল চালাই
ভুলে কেন্দ্রের বালাই
ঝেড়ে সংহতির দায়
ভাসি ফুর্তির হাওয়ায়
ভাসি ফুর্তির হাওয়ায়
যত ভক্তির বালাই
বলবে পালাই পালাই।
অর্থ মান যশের ধান্ধায়
যাবো ইষ্টের দরজায়।
তিনে গন্ডগোল, চারে হাট!
মন বলে, চল হাটে
পেছনে বিবেক হাঁটে
চুপিসারে ডেকে বলে,
সাবধান! খোয়াবি রাজপাট
( লেখা ২৫শে ডিসেম্বর'২০১৭)
( লেখা ২৫শে ডিসেম্বর'২০১৭)
No comments:
Post a Comment