Powered By Blogger

Sunday, March 24, 2024

প্রবন্ধঃ! নেতা, জনতা, ব্যক্তি, দল ও নীতি!!!!!!!!! পর্ব----১/১ (নীতি)।



ভোটের কথা অমৃত সমান!!!!!!!! নেতা, জনতা, ব্যক্তি, দল ও নীতি!!!!!!!!!

পর্ব---১/১ (নীতি)
"নেতা নয়, দেশে বিকল্প নীতি প্রয়োজন। নীতির ভিত্তিতে সরকার গড়তে হবে"।
নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দল ব্যস্ত হয়ে পড়ল নির্বাচন যুদ্ধ নামক লড়াইয়ে নিজের নিজের শক্তি প্রদর্শনের জন্য। বিজেপি ও কংগ্রেস প্রধানমন্ত্রী পদে তাদের নেতা নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীকে সামনে রেখে জোর কদমে লড়াইয়ের ময়দানে নেবে পড়েছে। অন্যান্য কয়েকটি দল নির্বাচন পরবর্তী পরিস্থিতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদে বিভিন্ন নাম ভাসিয়ে রেখেছে রাজনীতির আকাশে। বামফ্রন্ট ও তথাকথিত থার্ডফ্রন্ট ঘোষণা করেছে তাদের কাছে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে নেতার চেয়ে নীতির গুরুত্ব বেশী। তাই তারা নেতার ভিত্তিতে সরকার গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণে বিন্দুমাত্র আগ্রহী নয়। এই মুহুর্তে দেশ নীতির অভাবে ভুগছে। বর্তমান শাসকশ্রেণীর নীতিহীনতায় দেশ ও দেশের মানুষ সর্বনাশের অতল গহ্বরে ডুবে যাচ্ছে। দেশকে বাঁচাতে এই মুহূর্তে নেতা নয়, জবরদস্ত বিকল্প নীতির প্রয়োজন। তাই নির্বাচনী ময়দানে বামফ্রন্ট নেতা, প্রার্থীরা কোমর কষে নেবে পড়েছে জনগণের উদ্দেশ্যে তাদের বক্তব্য পৌঁছে দিতে যে, নেতা নয়, দেশে বিকল্প নীতি প্রয়োজন। নীতির ভিত্তিতে সরকার গড়তে হবে।
(লেখা ২৫শে মার্চ'২০১৪)


No comments:

Post a Comment