আজ ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে শুধু একটাই কথা মনে হয়, দেশের, রাজনৈতিক দলের সর্বোৎকৃষ্ট মানুষদের আজ এই পরিণতি কেন? সমাজের মোড়লদের যদি এই মানসিক অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা শোচনীয় ভাবলেই শিউরে উঠি। আয়নায় নিজের মুখ নিজে দেখতে ভয় হয়! তাই মাঝে মাঝে মনে হয়, কে কাকে বোকা বানাচ্ছে? নেতারা জনগণকে নাকি জনগণ নেতাদের। আজ নেতাদের সামনে সর্বজনগ্রাহ্য কোনো মানুষ নেই যে এতবড় দেশটাকে নেতৃত্ব দেবার অধিকারী বা ক্ষমতাসম্পন্ন! আর তাই তাঁদের আশ্চর্য সিদ্ধান্ত “নেতা নয়, দেশে বিকল্প নীতি প্রয়োজন! নীতির ভিত্তিতে সরকার গড়তে হবে”! সত্য ভারত! কি বিচিত্র এই নেতাগণ!!!!!!! নেতাদের এই আশ্চর্য সিদ্ধান্ত দেখে মনে হয়, হয় নেতারা অদূরদর্শী, অজ্ঞানী বা অল্পজ্ঞানী ও বাস্তব বোধবুদ্ধি রহিত আর না-হয় জনগণকে বোকা বানাবার, বিপক্ষকে আটকাবার, জনগণের মন থেকে বিপক্ষের ঘোষিত নেতাকে, নেতার নামকে মুছে দেবার রণকৌশল!
(;লে;খা ২৫শে মার্চ'২০১৪)
No comments:
Post a Comment