যদি যাও দেওঘরে
থাকবে না আর ভবঘুরে।
দেখতে পাবে সেথা
সমস্যা জর্জরিত মানুষ হাজারে হাজারে।
তোমায় ভালবাসি কিনা জানি না
তবে তোমায় লাগে ভাল! খুব ভাল!!
কিন্তু আমার জন্য কিছু করতে বললে
কিন্তু আমার জন্য কিছু করতে বললে
হ'য়ে যায় কেন তোমার মুখ কালো!?
কিন্তু তোমার কিসে লাগে ভাল
তোমায় ভালবাসি তাই তো
পাহাড় ভেঙে আনি।কিন্তু তোমার কিসে লাগে ভাল
আর কিসে হয় তোমার মুখ কালো
তা কি আমি জানি!?
তাই তো বলি,
চলো, একবার দেওঘর চলো।
মন সেথা হবে তোমার নিশ্চিত ভালো।
আলো আঁধারের খেলা হ'য়ে চলে জীবনভর।
যায় না বোঝা দিনে রাতে সম্পর্কের মাঝে
আজ যে আপন কখন সে হ'য়ে যায় পর।
অকারণ কারণ আর ছোটো ছোটো ভুল সাথে
কখন কে যে আপন আর কখন কে যে পর
হ'য়ে যায় জীবনের চলার পথে সময়ের স্রোতে।
No comments:
Post a Comment