Powered By Blogger

Sunday, March 31, 2024

উপলব্ধি ৩২ চরণতলে ঠাঁই দাও দাও দাও গো এবার যাবার আগে।

ঐ একটাই জায়গা যেখানে আশ্রয় নিলে জীবনে কখনো কোনদিন কোনও বিপদ আসে না। কোনও ভুল হয় না। ভুলের ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে ঘুরে মরতে হয় না। জন্ম স্টেশন থেকে মৃত্যু স্টেশন পর্যন্ত শুধু সফলতা আর সফলতা। শুধু আনন্দ আর আনন্দ। শুধু প্রাপ্তি আর প্রাপ্তি। তবে তা' কিন্তু আকাশের ভগবান নয়, বোবা ভগবান নয়, মন্দিরে মন্দিরে মাটির বা পাথরের ভগবান নয়; জীবন্ত ঈশ্বরের চরণে আশ্রয় নিতে হয়, জীবন সঁপে দিতে হয় আর চরণাশ্রয় মানে তাঁর চলনাশ্রয়। চলনাশ্রয় মানে? জীবন্ত ঈশ্বরের চলনকে নিজের চলন ক'রে তোলা। জীবন্ত ঈশ্বর মানে? রক্তমাংসসংকুল আমান ঈশ্বর। ঈশ্বর পুত্র নয়; হয়তো ঈশ্বর নিজেকে নিজে ঈশ্বর পুত্র বলেন কিন্তু জীবন্ত ঈশ্বরকে ঈশ্বর পুত্র বলা আমার ভালো লাগে না, বরং ভালোলাগে বলতে স্বয়ং ঈশ্বর! আমি বলিও তাই, জীবন্ত ঈশ্বর! পৃথিবীর ৮০০কোটি মানবের পিতা, পরমপিতা।

তিনি কে? তিনি মর্যাদা পুরুষ পরমপ্রেমময় শ্রীশ্রীরামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ও সর্বশেষ The greatest phenomenon of the world শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।
গ্রহণ ও বর্জন আপনা আপনা। পিতাকে, পরমপিতাকে মানা আর না মানা নিজের নিজের রুচি ও শিক্ষার ব্যাপার। মানলে ভালো আর না মানলে কালো, ঘোর কালো। মানা অর্থাৎ জ্ঞানের রাজ্যে বিচরণ আর না মানা অজ্ঞানতার জগতে নিমজ্জন। 
( লেখা ৩১শে মার্চ, ২০১৮)

No comments:

Post a Comment