ভেবে ভেবে মনে করি পাবো রতন
রতন বলে চলন বিনা ঠাঁই পাবে না
করো তুমি যতই যতন!
কেউ বলে সুখে থাকতে করলে সুমিরণ
কেউ বলে সুখে থাকতে করলে সুমিরণ
হবে না গো মন উচাটন!
কেউ বা বলে ভুগতে হবে
কেউ বা বলে ভুগতে হবে
কর্মফল জনম জনম!!
কি করি ভেবে মরি, কি যে বলি
কি করি ভেবে মরি, কি যে বলি
কুল পায় না আমার মন!!
শরীর বলে মন যতই বলো, যাই করো
শরীর বলে মন যতই বলো, যাই করো
ফিরে চলো মন নিজ নিকেতন!
কেউ বলে গেলে গয়া কাশী থাকবে হাসিহাসি
পুরাবে মনের সব কামনা!
কেউ বা বলে ঘরের মধ্যে ঘর তুলে
কেউ বলে গেলে গয়া কাশী থাকবে হাসিহাসি
পুরাবে মনের সব কামনা!
কেউ বা বলে ঘরের মধ্যে ঘর তুলে
দয়ালধাম হ'লে পরে
হয় গো সব পাওনা!
হয় গো সব পাওনা!
No comments:
Post a Comment