Powered By Blogger

Thursday, March 21, 2024

প্রবন্ধঃ ভয় কি!?

গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্থ, শুরু হয়েছে মৃত্যুর মিছিল তখন সেই মৃত্যুভয় হানা দিয়েছে ভারতের বুকে! আর তখনই দেরিতে হ'লেও তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন। জনগণ পুরোমাত্রায় সচেতন না হ'লেও ধীরে ধীরে বিষয়ের গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছে। এই অবস্থায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সমস্ত রকমের সদাচার পালনের সঙ্গে সঙ্গে প্রশাসনের নির্দেশাবলী কঠোরভাবে পালন করা আমাদের বাঁচা-বাড়ার স্বার্থে অবশ্য পালনীয়। আর এর সঙ্গে সঙ্গে সৎসঙ্গীদের অবশ্যই মনে রাখতে হবে দয়ালের অভয় বাণী। আসুন আমরা তাঁর অভয় বাণী স্মরণ করি অবনত মস্তকে! ভরসা রাখি তাঁর মুখনিঃসৃত অমিয় বাণীর উপর।

"ভয় কি? বলেছি তো! এমন একজন আছেন যিনি, সর্বদাই সন্নিকটে আছেন। তিনি সবসময় আপনাকে রক্ষা করবেন। তাঁকেই বিশ্বাস করুন। তাঁর উপর সর্বস্ব দিয়ে নির্ভর করুন; ভয় নাই।"--শ্রীশ্রীঠাকুর।
তাই সৎসঙ্গী গুরুভাইবোনদের কাছে আন্তরিক অনুরোধ আসুন অন্ততঃ এই ঘোর সংকটে অকপট হৃদয়ে অমলিন মনে দয়ালের উপর তন-মন-ধন সর্বস্ব দিয়ে নির্ভর করি আর বলি, হে দয়াল! তুমি আমাদের এই ভয়ঙ্কর মারণ রোগের হাত থেকে বাঁচাও! বাঁচাও আমায়, আমার পরিবার, আমার স্বজন-পরিজন, আমার পারিপার্শ্বিক সহ বিশ্ব জুড়ে সমস্ত আক্রান্ত মানুষদের! আমাদের সমস্ত অপরাধ, কপটতা, নিচতা, হিংসা যা কিছু জীবন বিধ্বংসী সমস্ত পাপ তুমি ক্ষমা ক'রে দাও। দাও ক্ষমা ক'রে তোমার চলন বিরোধী আমাদের বিকৃত চলনকে।

হে আমার সৎসঙ্গী ভাইবোন! তিনি আছেন! সবসময় আমার আপনার চারপাশে আছেন! হ্যাঁ! আছেন! তোমার আমার দেখার চোখ নেই, নেই অনুভূতি, নেই প্রগাঢ় বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ! কিন্তু তিনি আপনাকে আমাকে আগলে রেখেছেন, রেখেছেন পিতামাতার মত কোলের শিশু ক'রে আগলে আগলে! কিন্তু আমাদের সেই বিশ্বাস নেই, নেই বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগের মত সেই জৈবি সংস্থিতি! নেই, আমাদের কিছুই নেই! না থাকুক! তবুও তিনি আছেন! আছেন আমার-আপনার চারপাশে! তাই এই ঘোর দুর্দিনে আসুন একটু, মাত্র একটু অমল ধবল বিশ্বাস নিয়ে তাঁর রাতুল চরণে জানাই, হে প্রভু! হে দয়াল! লও মোর/মোদের অকপট, অমলিন কোটি কোটি প্রণাম! তুমি আমাদের বাঁচাও! বাঁচাও তোমার সৃষ্টিকে!!
( লেখা ২২শে নার্চ'২০২০)

No comments:

Post a Comment