মানুষ তবুও অবুঝ রয়ে গেল;
কিছুতেই বুঝদার হ’তে চায় না।
এখনো বুঝতে চায় না ‘আকাশ’ শব্দটার মানে
সীমানাহীন কোনও বারোয়ারী সম্পত্তি নয়।
মানুষ শব্দটাতে কোনও ভবঘুরে বা ভাদাইম্মা নেই
নিখুঁত বাদের কোনও বোদ্ধা এই বিশ্ব সংসারটা চালাচ্ছেন না।
বাদগুলো সব ইউটোপিয়া
যারা এই ইউটোপিয়ায় বিভোর হ’য়ে থাকে
তারা নিজের অন্তরের মলিন আত্মাটির
কান্না শুনতে পায় না।
তারা অলীক স্বপ্নবিলাশী।
(লেখা ২৪শে জানুয়ারি'২০২৪)
No comments:
Post a Comment