একবার বেড়াতে গেছি দেওঘরে
রাস্তার লাল মাটি, মহুয়া সারি
তখনও তোমার আমার হয়নি আলাপ
তখন আমি বকছি শুধুই মিথ্যে প্রলাপ
তখনও তোমার সাথে হয়নি আলাপ
তখন আমি বকছি শুধুই মিথ্যে প্রলাপ
তখন আমি দেখছি শুধুই আম আর ক্যালিপ্ টাস।
তখন ছিলাম চালাক আমি বেকুব শালা লালা লা আলালা লা লা শালা।।
তখন রঙিন চোখে সব দারুণ লাগে
মহুয়ার ফুলের গন্ধে ভোরের হিমেল হাওয়ায়
স্বপনপুরীর হাতছানিতে তন্দ্রাহত
আমি তখন পড়ছি ঢলে অলীক মায়ায়
তখন আমার মন ছিল না ভর্তি গরল
দু’চোখের দৃষ্টি আমার ছিল সরল
তখন ছিলাম বেকুব চালাক শিখছি শালা লালা লা আলালা লা লা শালা।।
ছিলাম আমি ডানপিটে ঐ মেঘলা দিনের
যৌবনের পাগলা ঘোড়ায় ছুট্টে চলা
হাতের কাছে পেয়েও ঐ পরশ মানিক
সবজান্তা আমি পাথর ভেবে ছুঁড়ে ফেলা।
স্বপ্নের প্রাসাদ বানাই তোমায় ভুলে
ভালোবেসে যত্ন ক’রে প্রাসাদ সাজাই
দিনের শেষে দেখি স্বপ্ন সব গেছে উড়ে
ভাঙ্গা বুকে কোথায় খুঁজি এখন সেই তোমায়
তখন আমি তেপান্তরের মাঠ পেরিয়ে
রুপকথার রাজপুত্তর পথ হারিয়ে
মুখ থুবড়ে পড়ি অচিনপুরে বেকুব শালা
লালা লা আলালা লা লা শালা।।
তখন আমি বকছি শুধুই মিথ্যে প্রলাপ
তখনও তোমার সাথে হয়নি আলাপ
তখন আমি বকছি শুধুই মিথ্যে প্রলাপ
তখন আমি দেখছি শুধুই আম আর ক্যালিপ্ টাস।
তখন ছিলাম চালাক আমি বেকুব শালা লালা লা আলালা লা লা শালা।।
তখন রঙিন চোখে সব দারুণ লাগে
মহুয়ার ফুলের গন্ধে ভোরের হিমেল হাওয়ায়
স্বপনপুরীর হাতছানিতে তন্দ্রাহত
আমি তখন পড়ছি ঢলে অলীক মায়ায়
তখন আমার মন ছিল না ভর্তি গরল
দু’চোখের দৃষ্টি আমার ছিল সরল
তখন ছিলাম বেকুব চালাক শিখছি শালা লালা লা আলালা লা লা শালা।।
ছিলাম আমি ডানপিটে ঐ মেঘলা দিনের
যৌবনের পাগলা ঘোড়ায় ছুট্টে চলা
হাতের কাছে পেয়েও ঐ পরশ মানিক
সবজান্তা আমি পাথর ভেবে ছুঁড়ে ফেলা।
স্বপ্নের প্রাসাদ বানাই তোমায় ভুলে
ভালোবেসে যত্ন ক’রে প্রাসাদ সাজাই
দিনের শেষে দেখি স্বপ্ন সব গেছে উড়ে
ভাঙ্গা বুকে কোথায় খুঁজি এখন সেই তোমায়
তখন আমি তেপান্তরের মাঠ পেরিয়ে
রুপকথার রাজপুত্তর পথ হারিয়ে
মুখ থুবড়ে পড়ি অচিনপুরে বেকুব শালা
লালা লা আলালা লা লা শালা।।
তখনও তোমার সাথে আমার হয়নি আলাপ ও দয়াল
তখন আমি বকছি শুধুই মিথ্যে প্রলাপ
তখনও তোমার সাথে আমার হয়নি আলাপ
তখন আমি বকছি শুধুই মিথ্যে প্রলাপ
তখন ছিলাম, চালাক আমি বেকুব শালা
তখন ঘুম ভাঙলেই ঢালছি গলায় স্বপ্ন হালা।
তোমার হাত ধ’রেও না ধরার চলছে পালা
স্বপ্নগুলো সত্যি হ’য়েও পূরণ না হওয়ার জ্বালা।
No comments:
Post a Comment