Powered By Blogger

Monday, March 4, 2024

কবিতাঃ খেলিছো এ বিশ্ব লয়ে

খেলিছো এ বিশ্ব লয়ে
ক্ষুদ্র মানব শিশু হীনমনে।
প্রলয় ধ্বংস তব পুতুল খেলা
গরজনে বিশু গরজনে।
শীর্ণ দেহ আবাসে
তুমি মগ্ন বৃত্তি বিলাসে!
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে 
গরজনে বিশু গরজনে।
দীক্ষা শিক্ষা শাদি খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে ফাটা পায়ের কাছে জ্ঞান রাশি।
অনিত্য তুমি হে অনুদার
সুখে-দুখে ব্যভিচার।
হাসিছ খেলিছ তুমি রিপু সনে গরজনে বিশু গরজনে।
(লেখা ৪ই মাস্ররচ'২০১৮)

No comments:

Post a Comment