আঁখি তলে জলের ধারা২
দয়ালের হাসিতে জুড়ায় প্রাণ
হায়রে দয়াল আমার জান।
সব ফেলে তোমার পিছে
ছুটে আমি আসি নিজে২
মিছে যেন না হয় আমার ধ্যান
হায়রে দয়াল তেরে কুরবান।
আঁধারেতে আলো জ্বলে
তারি মাঝে জীবন দোলে
চরণতলে জীবন দিলাম
হায়রে দয়াল আমার জান।
আলোর বুকে এসো সবাই।
জীবন খুঁজে পাবে হেথায়।২
হারানো জীবন খুঁজে পাবে ।
হায়রে দয়াল তেরে কুরবান।
বুকেতে ভীষণ জ্বালা
আঁখি তলে জলের ধারা২
দয়ালের হাসিতে জুড়ায় প্রাণ
হায়রে দয়াল আমার জান।৩
হায়রে দয়াল করেছি জীবন কুরবান।
হায়রে করেছি কুরবান।২
(কজরা মোহাব্বত বালা গানের সুরে------,)
তারি মাঝে জীবন দোলে
চরণতলে জীবন দিলাম
হায়রে দয়াল আমার জান।
আলোর বুকে এসো সবাই।
জীবন খুঁজে পাবে হেথায়।২
হারানো জীবন খুঁজে পাবে ।
হায়রে দয়াল তেরে কুরবান।
বুকেতে ভীষণ জ্বালা
আঁখি তলে জলের ধারা২
দয়ালের হাসিতে জুড়ায় প্রাণ
হায়রে দয়াল আমার জান।৩
হায়রে দয়াল করেছি জীবন কুরবান।
হায়রে করেছি কুরবান।২
(কজরা মোহাব্বত বালা গানের সুরে------,)
No comments:
Post a Comment