Powered By Blogger

Tuesday, March 19, 2024

প্রবন্ধঃ করোনা ও ক'রোনা। (১)

করোনা একটা নতুন রোগের নাম মাত্র যা আগেও বিভিন্ন ভয়ঙ্কর মারণ রোগের নাম নিয়ে হাজির হয়েছে মানুষের মাঝে আবার ভবিষ্যতেও হবে আরও ভয়ঙ্কর গা হিম করা মৃত্যুর মিছিল নিয়ে পৃথিবীর বুকে সে দিন খুব বেশী দূরে নেই যা পৃথিবীর কোনও রাষ্ট্রনেতা, ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী বা সমাজ সংস্কারকের সাধ্য নেই যার হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে বা বাঁচাতে পারে! আজ মরণ কালে হরির নামের মত রাজনৈতিক ও রাষ্ট্রনেতা, ডাক্তার, বুদ্ধিজীবী থেকে আমজনতা ভয়ে জীবনীয় আচার আচরণ নিয়ে সচেতন হ'য়ে ওঠার চেষ্টা চালাচ্ছে।
এ সম্পর্কে শ্রীশ্রীঠাকুর বললেন,
দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই
বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায়।

যাই হ'ক, করোনার মত ভয়াবহ মৃত্যুর খাবার হাত থেকে বাঁচার জন্য ক'রোনা সম্পর্কে অর্থাৎ না করা সম্পর্কে বহু আগেই ব'লে গেছেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র স্বাস্থ্য ও সদাচার বিষয়ে যা অনুশ্রুতি গ্রন্থে লিপিবদ্ধ আছে। স্বাস্থ্য ও সদাচার বিষয়ে অনেক আগেই সাবধান ক'রে দিয়েছেন তিনি তাঁর বিভিন্ন গ্রন্থে বিভিন্ন আলোচনায় ও বাণীর মধ্যে দিয়ে। এরকম কয়েকটি বাণী তুলে দিলাম সবার জানার সুবিধার্থে।
সদাচারে বাঁচে বাড়ে লক্ষী বাঁধা তা'র ঘরে।১
সদাচার রত নয় পদে-পদে তার ভয়।২
সদাচারী নয়কো যে-জন ইষ্ট-বিহীন রয়,
পান ও ভোজন তাহার হাতে বিষ-বহনী হয়।১০
নাকে-মুখে আঙ্গুল দিয়ে অমনি তাহা ধুতেই হয়,
নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়ই হয়।১৭
বাহ্যি ক'রে ময়লা ঘেঁটে হাতটি ধুয়ে ফেলে,
ভাল ক'রে মাটি-জলে শুদ্ধি নাহি পেলে,
চর্ম্মরেখায় মলের কণা লুকিয়ে ধ'রে লক্ষ ফণা,
চোখ আড়ালে ছোবল দিয়ে মারেই বিষটি ঢেলে।!২২
বাহ্যি-প্রস্রাব-শৌচ সেধে পা-হাত-মুখ ধুয়েই ফেলিস,
উড়ুক্কু মল প্রস্রাব-কণা বয়ই ব্যাধির অশেষ বিষ।২০
ক্রমশঃ।
(লেখা ১৯শে মার্চ'২০২০)

No comments:

Post a Comment