Powered By Blogger

Thursday, March 21, 2024

কবিতাঃ সীম-অসীম!

সীমার মাঝে তুমি অসীম
আর অসীমের বুকে খোঁজো সীম!
সীমার মাঝে হয়ে অসীম
বুকের মাঝে তুলছো ঝড় রাতদিন!
আর বলছো আমায়-----
অসীমের মাঝে থাকো তুমি
হ’য়ে চিরদিন সসীম!
যদিও জানি এ অসম্ভব----
দুর্বার অসীমের আকর্ষণ ঠেকিয়ে
সীমার কাছে থাকা অধীন।
সীমার মাঝে তুমি হ’য়ে আছো অসীম
আর বলছো আমায়------
সীমার মাঝে অসীমের গভীরতা কি মাপা যায়?
সীমা লঙ্ঘনে আপত্তি তোমার আর
তাই প্রশ্ন তোলও মার্জিত-অমার্জিতের।
কিন্তু,
গভীরতায় হাবুডুবু না খেলে গভীরতার
মান থাকে কি? সে তো একাকি!
একা বোকা নয় কি?
সীমার মাঝে ক’রে অবস্থান
গভীরতার বুকে ঢেউ তোলা আর
সোনার পাথর বাটি সমান।
তুমি অসীম, তুমি অনন্ত, তুমি সোনা!
সীমা লঙ্ঘনে তুমি ক’রো না আমায় মানা।
সীমার আগল ভেঙে অসীমের বুকে
তুলবো আমি ঝড়;
আর গভীরতার বুকে
সাঁতরে আমি তুলবো বিশাল ঢেউ
ধ্বনি তুলে বমবম হরহর!!!!!!
তবে নিরালা-নিবেশের পাঁচিল তুলে
অশ্লীল হব’ আমি
ঝড় আর ঢেউকে ক’রে সাথী।
এসো তুমি হে প্রিয়ে!
এসো হে অসীম!
এসো ভেঙে দিয়ে রেখা
সীমার মাঝে তুমি একাকি।
(লেখা ১৭ই মার্চ'২০১৭)

No comments:

Post a Comment