( লেখা ২২শী মার্চ'২০২২)
Thursday, March 21, 2024
জয়েন্ট ফ্যামিলি।
আগেকার দিনের একান্নবর্তী পরিবারের ( Joint family) কথা আজ ভীষণভাবে মনে পড়ে। কি সুন্দর ছিল সেই দিনগুলি। নিজের মায়ের চেয়ে কাকিমা, জেঠিমারা সোনামা, ভালোমা, বড়মা, রাঙামা, ছোটোমা রুপে ছিল বড় কাছের, বড় আপনার জন! নিজের বাবার চেয়ে ছিল কাকা, জ্যাঠারা বড়বাবা, মেজবাবা, ফুলবাবা, ছোটোবাবা রুপে ছিল আত্মার আত্মীয় পরমাত্মীয়! কখনই মনে হ'তো না, বুঝতে পারতাম না কে বেশী আর কে কম আপন! মনে পড়ে ১৯৭৯ সালের সেপ্টেম্বর মাসের দিনটার কথা, যেদিন বাবা আমাদের ছেড়ে চলে গেছিলেন চিরদিনের মত পরমধামে। সেদিন দেখেছিলাম আমার জ্যাঠতুতো দাদাদের ভুমিকা। দেখেছিলাম বাবার পা ধরে দাদাদের 'ছোটোবাবা ছোটোবাবা' ব'লে কান্না, বুক ফাটা আর্তনাদ! সেই যে ১৯৪৭ সালে , দেশভাগের যন্ত্রণা নিয়ে বাবা চলে এসেছিলেন এই বাংলায়, সেদিন বাবার হাত ধ'রে এই বাংলায় চলে এসেছিল আমার জ্যাঠতুতো দাদারা। আমার বাবা জ্যাঠারা ছিল পাঁচ ভাই। বাবা ছিলেন সবার ছোটো। সব কথা এখন আর মনে পড়ে না। শুধু এটুকুই মনে আছে কি কঠিন পরিশ্রমে বাবা নিজের ছয় সন্তান সহ টলমল পরিবারেরকে মাথায় নিয়ে সমস্ত দাদাদের কিভাবে সক্রিয়ভাবে পাশে থেকে একে একে বসিয়ে দিয়েছিল ঘর। আর তারই পরিণামে দেখেছিলাম বাবার অন্তিম যাত্রায় তাঁদের বুকফাটা কান্না। সেদিন পরিণত যুবক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম সেই করুন দৃশ্য। ভুলে গেছিলাম আমরা ভাইয়েরা বাবার মৃত্যু শোক!!!!!! এইছিল একান্নবর্তী পরিবারের মিলেমিশে থাকার হৃদয় নিংড়ানো আনন্দের ছবি। আজ আর সেই দিন নেই, নেই সেই ছবি। আছে শুধু বুকভরা হিংসা আর হাহাকার! হাহাকার আর হিংসা!!----প্রবি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment