(লেখা ২৫শে মার্চ'২০১৪)
Sunday, March 24, 2024
প্রবন্ধঃ ভোটের কথা অমৃত সমান!!!!!!!! পর্ব-----১/২ (নীতি)
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে দেশ স্বাধীন হয়েছে আজ ৬৬ বছর।এতদিন দেশকে বিভিন্ন দল এককভাবে কিম্বা যৌথভাবে চালিত করেছে। তাহলে কি এতদিন কোন নীতি ছাড়াই দেশ পরিচালিত হয়েছে? নীতিহীন কোন শক্তিকে ক্ষমতাচ্যুত করে দেশকে বাঁচানোর কোন নীতি কি তাদের ছিল না? বামফ্রন্টও কখনো কখনো কেন্দ্রীয় সরকারে অধিষ্ঠিত শাসকশ্রেণীকে সমর্থন জুগিয়েছে। তাহলে তখন কি কেন্দ্রীয় সরকারে অধিষ্ঠিত শাসকশ্রেণীর কোন নীতি ছিল না? নিজেদের কোন নীতি ছাড়াই কি তারা কোন নীতিহীন শক্তিকে সমর্থন করেছিল? পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ৩৪বছর শাসন ক্ষমতায় ছিল। তখন কি কোনও নীতি ছিল না? কোন নীতির ভিত্তি ছাড়াই কি ৩৪বছর শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট? রাজ্যকে কোনও নীতি ছাড়াই কি বামফ্রন্ট ৩৪বছর পরিচালনা করেছিল? শিল্পনীতি, কৃষিনীতি, আর্থিকনীতি, শিক্ষানীতি ইত্যাদি নীতি ছাড়াই তারা কি রাজ্য পরিচালনা করেছিল? ৩৪বছরের মত দীর্ঘ একটা সময় রাজ্যে শাসন ক্ষমতায় অতিবাহিত করার সুযোগ পাওয়ার পর একটা সুষ্টু দেশ গঠনের নীতির রুপরেখা তৈরী করতে কি পারেননি? গত বিধানসভা নির্বাচনে কি তাদের রাজ্য পরিচালনার জন্য কোন নীতি ছিল না? এরকম অজস্র প্রশ্ন স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসাবে মনে জাগে। কারণ নীতি যদি থাকবেই তাহলে হঠাৎ ভারতের ষোড়শ সাধারণ (লোকসভা) নির্বাচনে বামফ্রন্টের নীতি এত মুখ্য হয়ে উঠল কেন? দেশগঠনে নীতির প্রয়োজনীয়তা যেন প্রথম আবিস্কার হ’ল? সবাই যেন সমস্বরে নীতি নীতি বলে উচ্চকিত হ’য়ে উঠলো! নীতি ছাড়া অর্থাৎ ন্যায়সঙ্গত বা সমাজের হিতকর বিধান ছাড়া যে দেশ গঠন হয় না এটা তো understood subject! ন্যায়-অন্যায় বা কর্তব্যাকর্তব্য বিচার ছাড়া যে সমাজব্যবস্থা অচল এটা তো সর্বজনস্বীকৃত! তাহলে হঠাৎ নীতি নীতি বলে শোরগোল পড়ে গেল কেন বামপন্থীদের মধ্যে?
(লেখা ২৫শে মার্চ'২০১৪)
(লেখা ২৫শে মার্চ'২০১৪)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment