Powered By Blogger

Sunday, March 24, 2024

কয়েকটি প্রশ্নঃ খেলা হবে নাকি খিল্লি হবে স্লোগান!?

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগান নিয়ে কয়েকটি প্রশ্নঃ
১) 'খেলা হবে' স্লোগানের অর্থ কি?
২) নির্বাচন কি খেলা নাকি?
৩) এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যে তৃণমূল কংগ্রেস দল মমতা
বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন লড়াইকে সামনে রেখে পশ্চিমবঙ্গের
রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল তা কি খেলা ছিল?
৪) সিপিএমের ৩৪বছর দীর্ঘদিনের ক্ষমতার অচলায়তনকে সরিয়ে দিয়ে
দমবন্ধ করা পরিবেশ থেকে বাংলার আম জনগণকে মুক্তি দিয়ে
রাজ্যের শাসনভার হাতে নেওয়ার লড়াই কি খেলা ছিল!?
৫) মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরণ অনশন কি নিছক খেলা ছিল!?
৬) মমতা বন্দ্যোপাধ্যের উপর আক্রমণ, হামলা কি খেলা ছিল!?
৭) ১৯৯০ সালের ১৬ অগাস্ট হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের
মাথায় লালু আলম লাঠি দিয়ে আঘাত করেছিলেন সেই মৃত্যু আঘাত
কি খেলা ছিল!?
৮) সিঙ্গুর নন্দীগ্রামের তীব্র লড়াই, মমতা বন্দ্যোপাধ্যের উপর আক্রমণ
কি খেলা ছিল!?
৯) মৃত্যুকে সামনে রেখে, মৃত্যুকে বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজনৈতিক যে উত্থান তা কি খেলা ছিল!?
১০) যে নির্বাচনের মধ্যে দিয়ে রাজ্যের জনগণের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ
হবে তা খেলা নাকি!?
১১) এই যে নির্বাচনকে কেন্দ্র ক'রে সব দলের কর্মীদের ক্ষয় ক্ষতি মৃত্যু
সবই কি খেলা!?
১২) মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মত্যাগ, লড়াই আজ খেলা!?
১৩) "খেলা হবে, খেলা হবে"-এর স্রষ্টা ২৫ বছরের যুবক দেবাংশু আজ
তৃণমূলের পলিসি মেকার!?
১৪) মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার জন্য জীবন উৎসর্গ লড়াই আজ
'খেলা' আখ্যা পেল!?
১৫) "খেলা হবে, খেলা হবে" ক'রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হাতে নিয়ে
লড়াই-এর ইতিহাসকে খিল্লিতে পরিণত করলো না তো রাজনীতিতে
নবাগত দেবাংশু!?
১৬) মমতা বন্দ্যোপাধ্যায়ের অমানুষিক পরিশ্রম, নিষ্ঠা, অধ্যাবসায়,
আনুগত্য, ক্লেশসুখপ্রিয়তা, ভালোবাসা ইত্যাদি সবই কি শেষমেশ
খেলা আখ্যা পেল!?!?!?
মমতা বন্দ্যোপাধ্যায়ের অকপট ভক্তরা কি বলেন?
(লেখা ২৪শে মার্চ'২০২১)

No comments:

Post a Comment