Powered By Blogger

Tuesday, March 26, 2024

গানঃ ঐ ডিগড়িয়া পাহাড়ে

ঐ ডিগড়িয়া পাহাড়ে দয়াল প্রভুর ছায়ারে
পরাণ আমার পাগল হ’য়ে যায়
ঐ ডিগড়িয়া পাহাড়ে দয়াল প্রভুর স্মৃতিতে
পরাণ আমার পাগল হ’য়ে যায়
ঐ পাগল হ’ইয়ে যায় গো প্রভু, পাগল হ’য়ে যায়।
পাগল হ’য়ে যায় গো প্রভু, পাগল হ’য়ে যায়
এই পরাণ আমার পাগল হ'য়ে যায়২

তোমার প্রেমে পাগল পারা২
তোমার মাঝে আমি হারায় রে
তোমার প্রেমে পাগল পারা২
তোমার মাঝে আমি হারায় রে।

মরি, মরি আমি মরি তোমার রূপের বাহারে
প্রভু চল ঘর বাঁধিব আমার বুকের মাঝারে।
(মন) প্রভুর পায়ে সঁপে দে, জীবন স্বামী ক’রে নে
এই বেলা মন চল পাগল হ’ইয়ে যায়
(চল) পাগল হ’ইয়ে যায় গো মন, (চল) পাগল হ’ইয়ে যায়২
এই বেলা চল পাগল হ’ইয়ে যায়২

রাতবিরেতে পড়ে মনে শয়নে আর স্বপনে
প্রেমের ফুল ফোটে প্রাণে ঝরে প্রভুর চরণে।
বুকেতে ঝড় উঠিল আঁখিতে বিদ্যুৎ খেলিল
এই বেলা চল পাগল হ’ইয়ে যায়।
(চল) পাগল হ’ইয়ে যায় গো মন, চল পাগল হ’ইয়ে যায়২
এই বেলা চল পাগল হ’ইয়ে যায়২

তোমার প্রেমে পাগল পারা২
তোমার মাঝে আমি হারায় রে
তোমার প্রেমে পাগল পারা২
তোমার মাঝে আমি হারায় রে

রুধি রাতে ক্ষণে ক্ষণে ছলাৎ ছলাৎ করে রে
দয়াল প্রভুর সাড়া জাগে পরাণে পরাণে
হাসির ঝিলিক উঠিল পরাণে রঙ লাগিল
এই বেলা চল মাতাল হ’ইয়ে যায়,
এই মাতাল হ’ইয়ে যায় গো মন, মাতাল হ’ইয়ে যায়2
এই বেলা চল মাতাল হ’ইয়ে যায়

এই বেলা চল পাগল হ’ইয়ে যায়।৪
তোমার প্রেমে পাগল পারা২
তোমার মাঝে আমি হারায় রে
তোমার প্রেমে পাগল পারা২
তোমার মাঝে আমি হারায় রে




No comments:

Post a Comment