দেবাংশু বললেন, দেশের ১২০ কোটি (?) জনগণকে মুর্গী বানিয়েছে বিজেপি দল! তাও আবার নাকি একটানা সেই ২০১৪ সাল থেকে!!! দেশের ১২০ কোটি (?) জনগণকে বোকা বানাতে পারে যে বিজেপি দল টানা ৭ বছর ধরে সেই দল তো অসীম ক্ষমতাশালী? তাই না দেবাংশু (বাবু বলতে পারলাম না কারণ আপনি বাবু সম্বোধনকে কটাক্ষ করেছেন)? বিজেপির এত ক্ষমতা যে দেশের ১২০ কোটি (?) জনগণকে মুর্গা বানাবার ক্ষমতা রাখে!? দেশে আপনার মত কেউ নেই যে বিজেপির মুর্গা বানাবার যন্ত্রকে থামায়, অচল ক'রে দিতে পারে!? একজন যুবকের এই বক্তব্য দেশের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকা ও বেঁচে থাকতে চাওয়া সাধারণ মানুষের পক্ষে কি অসম্মান নয়!? হাবেভাবে চলাফেরায় একজন নব্য জ্ঞানী বিজ্ঞ যুবকের বক্তব্য রাখবার সময় দিশাহীন আলটপকা মন্তব্য তার কি ভবিষ্যৎ প্রমাণ করে? আর কিই বা আশা করে তার কাছ থেকে ভবিষ্যৎ বাংলা!? আর দেশের সেই ১২০ কোটির (?) মধ্যে আছে সমস্ত বিরোধী দল, দলের নেতানেত্রী; তাই তো? দেবাংশুবাবুও তো সেই ১২০কোটির (?) একজন মুরগি; তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ও তো তাহ'লে মুরগি বনেছেন বিজেপির কাছে; তাই না!? তাহ'লে যে নিজে মুরগি বনে সে অন্যদের মোরগ বা মুর্গী বনবার হাত থেকে রক্ষা করতে পারে? যে নিজে বোকা বনে সে রাজ্যের অন্য বোকাদের তার বক্তব্যের মধ্যে দিয়ে চালাক ক'রে তুলবে কি ক'রে? একটা অন্ধ কি আর একটা অন্ধকে পথ দেখাতে পারে? আগে নিজে তো বাঁচুক বিজেপির হাত থেকে, নিজে তো আলো দেখুক তারপর না হয় মঞ্চে দাঁড়িয়ে অন্যদের চোখ খোলার বা আলো দেখাবার ও বাঁচাবার দায়িত্ব নেবেন। কথায় আছে চাচা আপন প্রাণ বাঁচা।
দেবাংশুবাবু তো ভবিষ্যৎ গণনার অঙ্কে টিভির জ্যোতিষ সম্রাটদের ছাড়িয়ে গিয়ে সম্রাটদের সম্রাট হ'য়ে গেলেন? শুভেন্দুর নিখুঁত ভবিষ্যৎ গণনা ক'রে দিলেন! পঞ্চাশ বছর পর নিজের কি হবে সে কথাও দেবাংশু নিজেই ব'লে দিলেন! সারাক্ষণ শুভেন্দু! শুভেন্দু!! শুভেন্দু!!! সমস্ত বক্তব্যে শুভেন্দু দেবাংশুর শরীর মন হৃদয় জুড়ে ছেয়ে গেছে!!!! দেবাংশু নিজে প্রমাণ দিলেন শুভেন্দু সমস্ত প্রচার নিজের দিকে টেনে নিয়েছেন। এত ক্ষমতা শুভেন্দুর!? শুভেন্দু বাবুর উত্থান পতন সম্মান অসম্মান লাভ লোকসান নিয়ে বক্তব্য দিয়ে গেলেন সারাক্ষণ দেবাংশু কিন্তু একজন বর্তমান প্রজন্মের তরতাজা যুবক হ'য়ে রাজ্যের উন্নয়ন, রাজ্যের ভবিষ্যৎ ও ভবিষ্যৎ পরিকল্পনা, রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে কোনও বক্তব্যই রাখলেন না? এই আমাদের বর্তমান রাজনীতিবিদদের উত্তরসূরি!? আরে বাবা দেবাংশু শুভেন্দুকে নিয়ে রাজ্যের জনগণ এত ভাবেনি কখনো কোনদিন আর শুভেন্দু এত ভাবার মত ইম্পর্টেন্ট কি!? এত সময় খরচ শুভেন্দুকে নিয়ে!? শুভেন্দু কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় জনমোহিনী নেতা!? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা টেনে আপনিই বাধ্য করলেন শুভেন্দুকে নিয়ে ভাবতে পশ্চিমবঙ্গের জনগণকে! আপনি তো একাই শুভেন্দুর টি আর পি বাড়িয়ে দিলেন? আপনি সত্যিই কি তৃণমূল পার্টির তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল করলেন!? আপনার একটানা শুভেন্দু শুভেন্দু বলার জন্যে আবার শুভেন্দুবাবু (থুড়ি বাবু তো আর বলা যাবে না বাবু নিয়ে আপনার বক্তব্যে বাবুর মানেটাই আপনি পালটে দিয়েছেন) বিপুল ভোটে জিতে যাবেন না তো!? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনার কাছে শিশু হ'য়ে গেলেন বুদ্ধিতে, জ্ঞানে, অভিজ্ঞতায়, রাজনীতির দূরদৃষ্টিতে, বক্তৃতায়!? আপনি তো এলেন দেখলেন জয় করলেন!!!!! সত্যি সত্যিই জয় করলেন তো!? বাংলার একজন নতুন তরতাজা যুবক হ'য়ে আপনার এই রাজ্যের প্রকৃত উন্নয়নের জন্য পরিকল্পনা বিহীন অসাড় বক্তব্যে যদি সত্যি সত্যিই রাজ্যের নির্বাচনে তৃণমূল লাভবান হয় তাহ'লে ধ'রে নিতে হবে বাংলা ও বাংলার ভবিষ্যৎ যুবসমাজ তাই-ই চায়!!!!
২০১৮ সালের মুকুল রায়ের ঝাঁঝের কথা বললেন দেবাংশু; বললেন বর্তমানে মুকুল জিন্দা লাশ! দেবাংশুর ভবিষ্যতে এমন ঝাঁঝ থাকবে তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে? দেবাংশুর এই ঘর থেকে ঐ ঘরে খেতে যেতে বিরক্ত লাগে? এতটাই লাটসাহেবিপনা!? মা কি এমনি এমনি দেবাংশুকে ডাকছেন, বাবা এইঘরে খেয়ে যা! ঐ ঘরে আবার খাবার নিয়ে যাবো!? খাবার টানাটানি করবো? আবার ঐ ঘর মুছতে হবে? এরকম নিশ্চয়ই কিছু কারণ আছে তাই না ডাকছে!? আর মায়ের ডাকে সাড়া দিয়ে ঐ ঘরে গিয়ে খেতে বিরক্ত লাগে যে সন্তানের সে মায়ের কষ্ট বা মায়ের ডাকের কারণ বুঝবে কি!?? সমাজ, দেশ তো দূরের কথা!!!!!!!
দেবাংশু! আপনি আপনার বক্তব্যের শুরুতে এও বলেছেন যে, ঠাকুমা, দিদিমা, মায়েরা নাকি বলেন, মা বাদে আর বাকী সবার সাথে বেঈমানি, নেমকহারামি করলে ভগবান নাকি ক্ষমা ক'রে দেন! কিন্তু মায়ের সাথে বেঈমানি, নেমকহারামি করলে নাকি ভগবান ক্ষমা করেন না! তা দেবাংশু! বাংলার কোন ঠাকুমা, দিদিমা, মায়েরা এ কথা আপনাকে বলেছেন!? বাংলার ঠাকুমা, দিদিমা, মায়েদের আপনি এমন অজ্ঞ ও মূর্খ ভাবেন!? ঠাকুমা, দিদিমা, মায়েরা কি কারও সঙ্গে বেঈমানি করার, নেমকহারামি করার শিক্ষা বা প্রশ্রয় দেন!? নাকি ভগবান প্রশ্রয় দেন, ক্ষমা করেন!? বাংলার ঠাকুমা, দিদিমা, মায়েদের সম্পর্কে এত জ্ঞান!? ভগবান কাকে কখন কোন কাজে ক্ষমা করেন আর না করেন তাও জানেন!? ভগবানের গতিবিধিরও আপনি খবর রাখেন!? আর ভগবান কেন রাজনৈতিক শাস্তি দিতে যাবেন শুভেন্দুবাবুকে!? জনগণের কি হ'লো!? জনগণ শাস্তি দেবেন না শুভেন্দুবাবুকে!? জনগণের উপর আর আস্থা নেই!? শেষমেষ সেই ভগবান!? অবশেষে শুভেন্দুবাবুকে আটকাতে ভগবানের দ্বারস্থ হ'তে হ'লো!?? জনগণকে এই অপমান না করলেই পারতেন! কারণ ভগবান যদি সত্যি সত্যিই শাস্তি দিতে পারতেন তাহ'লে দেশের স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত ৭৪ বছর ধ'রে নেতাদের (ব্যতিক্রম অবশ্যই আছে, আর ব্যতিক্রম ব্যতিক্রম আর সেই ব্যতিক্রম-রাই দেশের সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার আশা ও প্রেরণা ঐ আশায় মরে চাষার মতন) যে বেঈমানি, নেমকহারামি, গদ্দারি দেখে এসেছে দেশের জনগণ তাতে ভগবানের শাস্তির ধার যেমন নেতানেত্রীরা ধারে না ঠিক তেমনি জনগণও ধারে না। কারণ জনগণ দেখেছে যে যতবড় বেঈমান, নেমকহারাম, গদ্দার সে ততবড় ক্ষমতার অধিকারী এবং সিংহাসনের দাবিদার ও সিংহাসনে বসেছে। আপনি দেবাংশু! এসব জানেন না!? নাকি দেখেননি চোখ মেলে কোনদিন!? ভগবানকে যদি শাস্তি দিতে হয় তাহ'লে ঠগ বাছতে গাঁ উজাড় হ'য়ে যাবে ভগবানের!!!!!! আপনিও না পড়ে যান তাতে; এখন না হ'লেও শেষকালে! আপনার এই অল্প বয়সের ঔদ্ধত্যপূর্ণ অহংকারী কথাবার্তা বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষতি না ক'রে দেয়। তাই সাধু সাবধানের মত বলি দেবাংশু সাবধান! জিভ বড় খতরনাক! ধনুক থেকে তীর বেরিয়ে যাবার মত জিভ থেকে ফস্কে কথা একবার বেড়িয়ে গেলে তা কিন্তু আর ফেরানো যায় না!
(লেখা ২৪শে মার্চ'২০২১)
No comments:
Post a Comment