Powered By Blogger

Sunday, March 24, 2024

প্রবন্ধঃ উন্নত দেশের উন্নত মানুষ!

হে উন্নত দেশের উন্নত মানুষ! ভয়াবহ মারণাস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত তুমি; কামান, মিসাইল, পারমাণবিক বোমা ইত্যাদি তৈরিতে পারদর্শী তুমি; মঙ্গল, বৃহস্পতি ছাড়িয়ে শনিতে পৌঁছে যাবার স্বপ্ন দেখো তুমি অথচ আজ পর্যন্ত ক্যান্সার, এইডস ইত্যাদির মত আবার একটা নতুন মারণ ব্যাধি করোনার ঔষুধ আবিষ্কারে ব্যর্থ তুমি! আবার বলো তুমি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি!? যদি ঈশ্বর কোনও ভুল ক'রে থাকে তাহ'লো তাঁর নিজের অনুরূপ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সৃষ্টি ক'রে! কোথায় সেই প্রাচীন কালের চরক, সুশ্রুতরা বর্তমানের চিকিৎসা বিজ্ঞানে!? কোটি কোটি টাকা ব্যয় করছো মারণাস্ত্র আবিষ্কারে সেখানে আজ এত বিচলিত কেন তোমরা করোনার আক্রমণে!? এটাও তো তোমাদের হাতে তৈরি মারণাস্ত্রের মত সেই একই মারণাস্ত্র যা প্রকৃতির রোষে সৃষ্টি! তাহ'লে এত চিন্তিত, উদ্বিগ্ন ও আতঙ্কিত কেন!? এর থেকেও বীভৎস ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য যেদিন গোটা পৃথিবীটাই হ'য়ে যাবে এক মহাশ্মশান!!!!!! সেদিন সমাগত!
(লেখা ২৪শে' ২০২০)

No comments:

Post a Comment