Powered By Blogger

Saturday, June 3, 2023

টেবিল টক।

আমার বিভিন্ন লেখা বিভিন্ন প্রোফাইল ও পেজে শেয়ার ও কপি পেষ্ট হ'য়ে চলেছে। যারা যারা আমার লেখা শেয়ার ও কপি পেষ্ট করেছেন তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। লেখক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। এই শেয়ার ও কপি পেষ্ট করার মধ্যে অনেকে আছেন যারা আমার বন্ধু তালিকায় নেই অথচ তারাও আমার লেখা শেয়ার বা কপি পেষ্ট করেছেন! আমি সত্যিই মুগ্ধ ও আনন্দিত! এর মধ্যে দিয়ে এটাই প্রমাণিত যে ভালো লাগার কোনও সীমানা নেই! এমনিভাবেই আসুন হাতে হাত রেখে প্রকৃত বন্ধু হ'য়ে উঠি, হ'য়ে উঠি মানুষ অর্থে মানুষ, প্রমাণ করি আমরা সত্যি সত্যিই সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি! আর যারা আমার বন্ধুর মধ্যে সৎসঙ্গী গুরুভাইবোন আছেন আসুন আমরা প্রকৃত সৎসঙ্গী হ'য়ে উঠি, হ'য়ে উঠি ঠাকুরের মনের মতন। ঠাকুর যা চেয়েছিলেন তা বোঝার, জানার ও বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমরা কেউ চিরদিন থাকবো না, জীবন ছোট, একদিন হুট ক'রে চলে যাবো! আসুন ঠাকুরের কথা মত একবার ভেবে দেখি, 'কেন তুমি জন্মেছো!?' আজ সময় এসেছে-----যদিও অনেক দেরী হ'য়ে গেছে ও যাচ্ছে-----সত্যকে তুলে ধরার। মানুষ হিসেবে এবং সৎসঙ্গী ও একজন গুরুভাই হিসেবে লাইক আর জয়গুরু স্টেজ পার হ'য়ে আমাদের সময় এসেছে প্রাত্যহিক জীবন থেকে একটু সময় বের ক'রে নিয়ে একটু আলোচনার টেবিলে বসার, আলোচনা করার, পারস্পরিক মত বিনিময় করার, সত্যকে জানার জন্য আন্তরিক সচেষ্ট হওয়ার! আসুন আলোচনার টেবিলে বসি, যে যে মতের বিশ্বাসী ও অনুসারী হ'ই না কেন পারস্পরিক আলোচনা করি, মত বিনিময় ক'রে নিজেকে সমৃদ্ধ করি। সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি।--------প্রবি।
( লেখা ৩রা জুন'২০২০ )

No comments:

Post a Comment