সেই বিভ্রান্তির Tradition সমানে ব'য়ে চলেছে বাংলায়: কি করবে বাংলা ও বাঙালি?
এই বাংলায় আমরা দেখেছি কম্পিউটার টেকনোলজির প্রথমে বিরোধিতা পরে, অনেক পরে বঙ্গবাসীর কম্পিউটার নির্ভরতা! ফলে পিছিয়ে পড়ে বাংলা ও বাঙালি। একদিন ইংরেজী শিক্ষার বিরুদ্ধেও ছিল অভিযান এই বাংলায়। কিন্তু ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা ইংরেজি মাধ্যম স্কুল চলেছিল সেই সময়ে রমরমিয়ে! কেউ বাধা দেয়নি সেদিন! অথচ বাংলা মাধ্যম স্কুলগুলোতে ছিল ইংরেজি শিক্ষার বিরুদ্ধে অভিযান! সেদিনের সেই পন্ডিত মহাত্মারা কি আজ সেই কথা ভেবে লজ্জা পান? একবারও কি আপনারা ভেবে দেখেন আপনাদের অদূরদর্শী পদক্ষেপের জন্য কেন সাধারণ মানুষ কষ্ট পাবে? কেন আপনাদের পাপের বোঝা জনগণ ব'য়ে বেড়াবে? পরে অনেক পরে আবার ফিরে আসে সেই বাতিল ক'রে দেওয়া ইংরেজি!
ঠিক তেমনি আজ হিন্দি শিক্ষার বিরোধিতা বাংলা ভাষার স্বার্থে! সত্যিই কি তাই? সেই ট্র্যাডিশন কি ফিরে ফিরে আসে বারবার!? ভবিষ্যৎ বাংলা ও বাঙালি প্রজন্ম কি হিন্দি ভাষা না জানার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে উপকৃত হয়েছে নাকি এখন হচ্ছে কিংবা আগামী দিনে হবে? এর গ্যারান্টি দিতে পারবেন তারা যারা হিন্দি ভাষার বিরুদ্ধে কট্টর পদক্ষেপ নিচ্ছেন?
মনে প্রশ্ন জাগে নিজের ভাষা ছাড়া অন্য ভাষা শিক্ষা কি কোনও ভাষার বা কোনও জাতির অস্তিত্বের সংকট সৃষ্টি করতে পারে? স্বাধীনতার পর হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে না নেওয়ায় দক্ষিণ ভারতীয়দের পরবর্তী প্রজন্মের মধ্যে স্বাধীনতার পরবর্তী ৭০ বছরে কি সর্বভারতীয় ক্ষেত্রে কোনও সমস্যার জন্ম হয়েছিল? যদি সমস্যার জন্ম হ'য়ে থাকে কাদের জন্য হয়েছিল আর কারা তার জন্য খেসারত দিয়েছিল?
দেশের চিন্তাশীল বাঙালি-অবাঙালি ব্যক্তিত্বের কাছে জানতে ইচ্ছে করে, সংগঠিত অনেক মানুষ একসঙ্গে একসুরে কোনও কথা বললেই তা ঠিক এবং ত্রুটিহীন ও চিরকালীন সত্য একথা কোন মহাপুরুষ বলে গেছেন এবং কোথায় , কোন কালে, কোন দেশে বলে গেছেন? সংগঠিত ও পরিকল্পিত পদক্ষেপ সবসময় কি আম আদমির স্বার্থে নেওয়া হয়েছে? আম আদমির স্বার্থে কি দেশভাগ হয়েছিল? দেশভাগ কি হিন্দু-মুসলমানের বৃহত্তর স্বার্থে হয়েছিল?
আচ্ছা, হিন্দি তো আমাদের রাষ্ট্রভাষা! সেই রাষ্ট্রভাষা হিন্দির বিরুদ্ধে বাংলার কি কোনও আপত্তি ছিল হিন্দি রাষ্ট্রভাষা হওয়ার জন্যে স্বাধীনোত্তর ভারতে? সেদিন কি কোনও বাংলার বুকে আন্দোলন হয়েছিল হিন্দিকে রাষ্ট্রভাষা না করার জন্য? নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হওয়ার পক্ষে কি মত দেননি? সেটা কি মিথ্যে প্রচার ছিল? নাকি তিনি ভুল বলেছিলেন? হিন্দিভাষীদের পক্ষে দালালি করে ছিলেন? তাহ'লে রাষ্ট্রভাষা হিন্দি শিখতে আপত্তি কোথায়?
এটা কি সত্যি নয় হিন্দির মত এত সহজ সরল ভাষা আম আদমির পক্ষে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতের আর কোন ভাষা আছে? 'ধরতা হ্যায়, করতা হ্যায়, কোথায় যাতা হ্যায়, কোথা থেকে আতা হ্যায়, তখন থেকে বোলতা হ্যায় সংকীর্ণ গলিতে রিকশা মত ঢুকাও তবুও তুমি রিকশা ঢুকাইয়া এখন ওদিক থেকে ষাঁড় আতা হ্যায় এখন কি করে রিকশা ঘুরাইয়েগা? এখন কি করেগা করো আমি রিকশা থেকে নেহি নামেগা' ইত্যাদি এরকম আধা বাংলা আধা হিন্দিতে রান্না ঘরের, অন্দর মহলের মায়েরা পর্যন্ত মনের ভাব প্রকাশ করতে পারে, আদান প্রদান করতে পারে হিন্দিভাষীদের সঙ্গে এমনই সহজ সরল ভাষা হিন্দি ভাষা যা সব ভারতীয়ই কমবেশি বলতে পারে ও বুঝতে পারে তাহ'লে সেই ভাষা শেখা বাধ্যতামূলক হ'লো না কেন? কেন হবে না? কোন যুক্তিতে হবে না? ভারত যদি আমার দেশ হয় আর তার যদি একটা রাষ্ট্রভাষা থাকে তা হ'লে কেন সেই রাষ্ট্রভাষা শিখবো না? আমি আমার রাজ্যের বাইরে পা রাখবো না, সর্বভারতীয় ক্ষেত্রে কোনও ভূমিকা পালন করবো না বলে আমার রাজ্যের প্রজন্মের পর প্রজন্মকে কুয়োর ব্যাঙের মত জীবন যাপনে বাধ্য করবো? সর্বভারতীয় ক্ষেত্রে জীবন যাপনে বাধা সৃষ্টি করবো? ব্যবসা বাণিজ্য, চাকরিবাকরির ক্ষেত্রে নিজের আর কোন ভাষা আছে যা সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্য?
'এই ভাষা ওদের ভাষা' ব'লে বিষোদগার করতে শুনি প্রতিবাদীদের! প্রশ্ন জাগে, ওদের বলতে হিন্দি ভাষা কাদের ভাষা? ভারত রাষ্ট্রের জন্য কোনও রাষ্ট্রভাষার দরকার নেই?! আর যদি রাষ্ট্রভাষার প্রয়োজনই হয় আর সেই ভাষা রাষ্ট্রের জনগণ না শেখে, না জানে, না বোঝে তাহ'লে রাষ্ট্রের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ জাগবে আর কিভাবে!? আমার রাষ্ট্রের রাষ্ট্রভাষা শিখতে লজ্জা করে? গাত্রদাহ করে?! আমার একটা দেশ আছে, দেশের একটা ভাষা আছে সেই ভাষা আমার শেখার দরকার নেই!? তাহ'লে দেশের অভ্যন্তরে বিভিন্ন ভাষাভাষীর মানুষের পরস্পরের মধ্যে মনের ভাব প্রকাশের মাধ্যম কি। এটা কি বোবার দেশ! হাত পা নাড়িয়ে হাঁ হুঁ ক'রে মত প্রকাশ করবে? নিজের ভাষার বাইরে অন্য ভাষা শিখতে আপত্তি কোথায়? তাও আবার রাষ্ট্রভাষা শিখতে আপত্তি হবে কেন? এই মাতৃভাষার প্রতি অতি প্রেম কি প্রকারান্তরে অপ্রেম ডেকে আনছে না? অতি প্রগতি যেমন দুর্গতির কারণ হ'য়ে উঠেছে ঠিক তেমনি অতি প্রেম অপ্রেমের কারণ হ'য়ে উঠছে দেশ জুড়ে! মাতৃভাষার প্রতি ভালবাসা কাউকে জোর ক'রে শেখাতে হয়? যে মাতৃভাষাকে ভালোবাসে সে অন্য ভাষাকে সমান মর্যাদা দেবে ও ভালোবাসবে। অন্য ভাষাকে ঘৃণা করতে শেখাবে না।
আচ্ছা, উচ্চ শিক্ষিত বাঙালিরা তো বাংলায় কথা বলে না, সবসময় পরস্পরের মধ্যে অফিসে-বাড়িতে, ক্লাবে-পার্টিতে, স্কুলে-কলেজে প্রায় সর্বত্রই ইংরেজিতে কথা বলেন! সেখানে বাংলা উপেক্ষিত! সেইখানে বাংলার সর্বত্র ইংরেজি স্কুল মিডিয়ামের ছড়াছড়ি! W.B. Board ছাড়াও এখন এখানে এই বাংলায় আরও অনেক বোর্ডের দ্বারা ইংরেজী মাধ্যমে স্কুল ফাইনাল পরীক্ষা হয়। সব ইংরেজি মিডিয়াম! এখন তো প্রায় প্রত্যেক ঘরে ঘরে ইংলিশ মিডিয়ামের ছাত্র। বাংলা তো তাদের কাছে গৌণ হয়েই গেছে মূখ্য হ'য়ে উঠেছে ইংরেজি ভাষা আর সেই স্কুলেই শিখছে হিন্দি ভাষা! সেখানে কেন এই মানসিকতার প্রতি প্রতিবাদীদের কোনও প্রতিবাদ বা মতামত ও সুপরামর্শ নেই? নাকি বিদেশী ভাষা ইংরেজীর প্রতি দাস সুলভ মনোভাব? ২০০ বছরের মেরুদন্ড ভেঙে পদানত হ'য়ে বেঁচে থাকার অভ্যাসে অভ্যস্ত ভিখিরি মানসিকতা? অথচ নিজের দেশের রাষ্ট্রভাষা শেখার ক্ষেত্রে বিপ্লবী মনোভাব? ইংরেজি মিডিয়ামের ছেলেমেয়েরা হিন্দি শিখবে, সর্বভারতীয় ক্ষেত্রে নিজেকে মানিয়ে নেবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, দাপিয়ে বেড়াবে ইংরেজি ও হিন্দি ভাষায় স্বচ্ছল ভঙ্গিতে আর আমাদের বাংলা ভাষার ছেলেমেয়েরা মার খাবে, পিছিয়ে পড়বে সর্বভারতীয় ক্ষেত্রে রাষ্ট্রভাষা হিন্দি না জানার জন্য!? সেই ইংরেজি ভাষাকে বাংলা মাতৃভাষা মাতৃদুগ্ধ সুরসূরিতে আটকে দেবার একই প্রক্রিয়ায় হিন্দি ভাষাকেও আটকে দেবে 'হিন্দি ভাষা ওদের ভাষা' আওয়াজ তুলে!?
রাষ্ট্রভাষাকে না শেখার, না মানার বিপ্লবী মানসিকতার পিছনে কোন গোপন এজেন্ডা আছে? বাংলা ভাষার প্রতি প্রেম কোন সংকীর্ণ ও বিচ্ছিন্ন মনোভাবের জন্ম দিচ্ছে? কেন দিচ্ছে? কারা দিচ্ছে? রাষ্ট্রভাষাকে না মানা তো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্র বিরোধীতার সমান! তাহ'লে বাংলা ভাষাকে উগ্র ভালোবাসার পিছনে কি অন্য কোনও ছক, অন্য কোনও ষড়যন্ত্র আছে কিংবা ভয়ঙ্কর কোনও ভবিষ্যৎ বিপদ নেবে আসার অপেক্ষায়? এইভাবে কি কোনও ভাষাকে আটকানো যায় নাকি বাধা সৃষ্টির মাধ্যমে কোনও ভাষাকে বাঁচাবার জন্য অক্সিজেন যোগান দেওয়া যায়!? বাংলা ভাষার প্রতি আন্দোলনকারীদের এত প্রেম সন্দেহের জন্ম দেয়! এখনো পর্যন্ত বহু বহু বহু হিন্দু বাঙালিরা জানেই না বাংলার মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদিরাও বাঙালি! যদি জিজ্ঞেস করা হয় ওরা কি! বাঙালি? উত্তর ভেসে আসে, না ওরা মুসলমান! ওরা খ্রিষ্টান! ওরা বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি! একইরকম ভাব বা ধারণা মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদিদের ক্ষেত্রেও।
তা বাংলা ভাষার প্রতি যাদের এত তীব্র প্রেম তারা এইসব ছোটখাটো ভিত্তিহীন বাংলা প্রেম, ভালোবাসা বাদ দিয়ে বৃহত্তর প্রেম, ভালোবাসার আন্দোলন করলেই তো পারে! তাতে বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে। এই ভারত থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের সঙ্গে এক হ'য়ে এবং আরও অন্য বাংলা ভাষাভাষী যেমন ত্রিপুরা, অসম ইত্যাদি অঞ্চলকে জুড়ে নিয়ে বৃহত্তর বাংলা দেশের জন্ম দিক না! দেখা যাক সেখানে হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, খ্রিষ্টান বাঙালি ইত্যাদি সব সম্প্রদায়ের বাঙালি এক হ'য়ে মিলেমিশে থাকতে পারে কিনা!!! বাংলাদেশে এখন হিন্দু বাঙালির সংখ্যা ৭% নেবে এসেছে! সেটা কি এই বাংলার বিপ্লবী বাংলা প্রেমীদের জানা আছে? কেন সেখানে দিন দিন হিন্দু বাঙালির সংখ্যা কমে আসছে? সে সম্পর্কে কি কোনও বক্তব্য আছে এপার বাংলার বাংলা ভাষা প্রেমীদের? আবার এই বাংলায় মুসলমান বাঙালির সংখ্যা বেড়ে যাচ্ছে! কেন? কোনটা আগে? বাংলার বাঙালি নাকি হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি ইত্যাদি বাঙালি আগে? কোন পরিচয়টা সঠিক ও খাঁটি-নির্ভেজাল পরিচয়? বাঙালির কোন পরিচয়টা আগে? কোন পরিচয়টা বহন করা উচিত? বাংলার এলিট বা সিভিল সোসাইটি কি বলেন?
ভাঙার রাজনীতি কি আম আদমির জন্য ভালো ও মঙ্গলজনক? ভারত ভাগ হ'লো কিসের জন্যে? আদর্শের উপর দাঁড়িয়ে নাকি ক্ষমতা দখলের লোভে? হিন্দু-মুসলমান কার লাভ হলো? আগে বাংলাদেশে হিন্দু-মুসলমান একসঙ্গে মিলেমিশে ছিল না? ওই যে বিখ্যাত গান "আগে কি সুন্দর দিন কাটাইতাম-----------" মনে পড়লেই চোখে জল আসে! এখন কেন হিন্দু বাঙালি আর মুসলমান বাঙালি পরস্পর পরস্পরকে বাপ বাপান্ত করে? এই শিক্ষায় শিক্ষিত হ'লো কি করে বাঙালি! বাঙালি বাঙালি আগে নাকি হিন্দু আগে, মুসলমান আগে?! কোনটা? কে বা কারা এই বিচ্ছেদের মানসিকতার বীজ বপন করলো? আর কারা-ই বা এই বিষকে বাড়িয়ে নিয়ে চলেছে? আর কারাই বা বাঙালিকে ভাগ ক'রে দিল হিন্দু-মুসলমান ট্যাগ লাগিয়ে?
তাই বলি, বাংলা ভাষার প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এত দরদ তা বাঙালির প্রতি কোথায় সেই প্রেম, ভালোবাসা ও দরদ!? বাঙালি যে দিন দিন টুকরো টুকরো হ'য়ে যাচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি নামে সেদিকে খেয়াল আছে বাংলা ভাষা প্রেমীদের!? বাংলা ভাষার প্রতি এত তীব্র প্রেম বাঙালি প্রেমের ক্ষেত্রে ভাটা পরে কেন!? কেন গৌণ ও গুরুত্বহীন হ'য়ে পড়ে!? কেন বাংলা ভাষী হওয়া সত্ত্বেও হিন্দু বাঙালি ও মুসলমান বাঙালি উভয়ে উভয়কে বিষ নজরে দেখে, শত্রুতার চোখে দেখে!? এ কোন শিক্ষা!? কোন সংস্কৃতি!? কে আমদানি করলো বাংলার বুকে এই শিক্ষা?
এরপরও বাংলা ভাষার প্রতি এই কপট প্রেমের বন্যা!? বাঙালি জাতটাই (হিন্দু-মুসলমান উভয়ে) যেখানে মারামারি, কাটাকাটি, হিংসায় খতম হ'য়ে যাবে একদিন সেখানে হিন্দি ভাষাকে আটকে রেখে, শিখতে না দিয়ে বাংলা ভাষাকে বাঁচানোর নাটক, বাঁচানোর অভিনয়ে অভিনীত নায়কের গোপন এজেন্ডার উদ্দামতা এ যে গোড়া কেটে আগায় জল ঢালা!?
তাহ'লে রাষ্ট্রভাষার দরকার নেই? রাষ্ট্রভাষা সংস্কৃত হ'তে পারে ও পারতো কিন্তু এখন কি তা আর সম্ভব? জানি না। সেটা ভেবে দেখতে পারেন প্রকৃত সমাজ সচেতন সমাজ প্রেমী সমাজ সংস্কারকরা। আর রাষ্ট্রভাষার যদি দরকার না হয় তা হ'লে ভারত রাষ্ট্রেরও দরকার নেই, কি বলেন প্রতিবাদী ভাষা প্রেমীরা?
আর কত নাটক দেখবো হে ঈশ্বর!!!!!!!!!
( ১৯শে জুন'২০১৯ )
No comments:
Post a Comment