দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজী সুভাষচন্দ্র, লালবাহাদুর শাস্ত্রী, গুলজারিলালনন্দ, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক, বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য্য, বিজ্ঞানী শ্যামাচরণ মুখোপাধ্যায়, জাদুকর পি, সি, সরকার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি এরা সব ছিলেন ঠাকুর প্রেমী।
আমেরিকার বিশ্ববিখ্যাত হার্পার এন্ড ব্রাদার্স পাবলিশিং কোম্পানির তৎকালীন ভাইস প্রেসিডেন্ট (১৯৬১) ইউজিন এক্সম্যান, দার্শনিক এডমান্ড স্পেনসার, রে আর্চার হাউজারম্যান, অভিনেতা ও সমাজসেবী মিস মিকি, প্রফেসর রবার্ট (বব) কামিং, চেকোশ্লোভাকিয়ার অধিবাসী ডাক্তার ও ইউএনও-এর মেডিকেল সদস্য ক্যারেল পডলিশক ইত্যাদি পণ্ডিত বিদগ্ধ ব্যক্তিত্বরা ছিলেন ঠাকুরের পাগল ভক্ত।
আসামের তৎকালীন প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝা, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার শৈলকুমার মুখোপাধ্যায়, সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত, নরেন্দ্র দেব, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কমিউনিস্ট নেতা বঙ্কিম মুখার্জী, আনন্দবাজার পত্রিকার সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য, সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়, সংগীতশিল্পী নির্মলেন্দু ভট্টাচার্য্য ইত্যাদি ইত্যাদি কত নাম বলবো ব"লে শেষ হবে না; শ'য়ে শ'য়ে ভারতের বিভিন্নপ্রান্ত থেকে ছুটে ছুটে আসা এই সমস্ত ভারতরত্নরা ছিলেন ঠাকুর অনুগামী।
পরবর্তীতে আরও ভারত তথা বিশ্বরত্নদের নাম তুলে ধরবো।---প্রবি।
No comments:
Post a Comment