Powered By Blogger

Friday, June 9, 2023

কবিতাঃ ফোটাবো ভালোবাসার ফুল।

হে দয়াল!
ভালোবেসে ফতুর হ'য়ে যেতে বলেছো তুমি!
আমি তাই হয়েছি কিনা জানি না।
আমি ভালোবেসেছি তোমারে;
তাই ভালোবেসেছি গরীব-ধনী,
সুখী-দুখী, শত্রু-মিত্র সবারে।
প্রতিদানে তুমি বলেছো না চাইতে কিছু।
বলেছো কোনকিছুরই কাঙ্গাল না হ'তে।
আমি চাইনি কিছুই দয়াল!
হ'ইনি জাগতিক কোনও কিছুরই কাঙাল।
শুধু চেয়েছি তোমারই মনের মতো হতে।
চেয়েছি শয়নে স্বপনে জাগরণে
তোমারই বাণীর মূর্ত রূপ হ'তে দিনে রাতে।
হে দয়াল! তুমি বলেছো আমাদের
ভালোবাসো! ভালোবাসো!! ভালোবাসো!!!
ভালোবেসে যাও, যে আছে আলোআঁধারে
ভালোবেসে যাও তাদের সবারে।
হে দয়াল! তুমি বলেছো ভালোবেসে যা পাও
তাতেই ভরপুর হ'য়ে ওঠো, প্লাবিত হ'য়ে ওঠো,
হ'য়ে ওঠো অঢেল।
যখনি ভাবি এ কথা তখনি বুকে বিঁধে শেল।
আমি তোমারে ভালোবেসেছি দয়াল!
কিন্তু আমি তোমারে ভালোবেসে
ভরপুর হ'য়ে উঠিনি, প্লাবিত হ'তে পারিনি
মানুষের মাঝে। আর আজ আমি
তোমারে ভালোবেসে শূন্য, রিক্ত;
হয়েছি ফকির দয়াল! পারিনি হ'তে অঢেল।
কি পেয়েছি কি পাইনি হিসাব করতে গিয়ে
দেখেছি সব ভুল! ভুল!! ভুল!!!
আমি ভালোবাসিনি তোমারে।
হ'ইনি তোমার মনের মতো।
তোমার বই পড়ে হয়েছি অবশেষে বই।
ভাবি একাকী বাণীর নির্যাস চরিত্রে কই!?
নিজেরে নিজে করেছি প্রশ্ন বেলাশেষে
ভুলের বালুচরে বসে অবশেষে!
চরিত্র গঠনই যে মহাযাজন
হৃদ্ মাঝারে শূন্য যে তোমার আসন!
এ-কি হায়! কোথায় আমার ভালোবাসা!?
কোথায় আমার মাঝে দয়াল তুমি!?
আমি শূন্য! আমি শূন্য!!
আজ আমি এক মহাশূন্য!!!
আমি ভালোবেসেছি দয়াল তোমায়।
কিন্তু কোনও এক মহাভুল আমারে
করেছে নিঃস্ব, রিক্ত, শূন্য!
তাই আজ আমার এই তোমার কাছে
রইলো আমার কঠিন কঠোর প্রতিজ্ঞা,
ভীষ্মের প্রতিজ্ঞাকে করিলাম অস্ত্র।
গভীর শূন্যতার মাঝে শূন্যতাকে বুকে নিয়ে
আমি হবো ভরপুর, প্লাবিত হ'য়ে যাবো,
অঢেল হ'য়ে উঠবো আমি তোমার সৃষ্টির মাঝে
আর তোমার ভালোবাসার সমুদ্রে ডুব দিয়ে
প্রাণে প্রাণে ফোটাবো ভালোবাসার ফুল।
( লেখা ১৫ই মে'২০২৩ )

No comments:

Post a Comment