Powered By Blogger

Friday, June 16, 2023

কবিতাঃ রাগ-অনুরাগ!!

যত গণ্ডগোল মত প্রকাশের ভঙ্গীতে।
সংযম নিরুদ্দেশ! তোমরা দেখেছো কি কেউ তাকে?
একই কথা একটু অন্যভাবে, অন্যভঙ্গিতে বলা যেতে পারে?
"লাশ না, পলাশ....................."মন্দাক্রান্তা শাবাশ!
এমনিভাবেই.........
কলম! ঝরুক ঝরঝর ঝর্ণা, প্রেমবৃষ্টি!
চাই না এই অসহ্য গরমে তোমার অগ্নিবৃষ্টি।
কবি! আবার মনে পড়ে গেল,
'তুমি অধম বলিয়া আমি উত্তম হইবো না কেন??????'
বন্ধু! তেজ ভালো, ভালো রাগ।
যদি থাকে সাথে সোহাগ।
কবি! কেন প্রতিবাদ? কেন প্রতিরোধ?
যদি অসুরক্ষিতই হয় ঐ নিরোধ!
কবি! এত অভিমান! এত রাগ!
অভিমানের চেয়ে রাগ ভালো,
রাগের চেয়ে অনুরাগ!
( লেখা ১৯ই জুন'২০১৭ )

No comments:

Post a Comment