Powered By Blogger

Monday, June 19, 2023

খোলা চিঠি Kazi Faizal Hossain কে ।

মিঃ কাজি ফয়জল হোসেন আপনার মন্তব্য পড়লাম। পড়ে ভাবলাম আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আর এই ভুল ভবিষ্যতে অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। একটা ভুল থেকেই হাজার ভুলের সৃষ্টি হয়। তাই মনে হ'ল আপনার সঙ্গে একটু কথা বলি। আর তাই আপনাকে আমি এই খোলা চিঠি লিখলাম। আমি একজন জন্মসূত্রে না হ'লেও পিতামাতার সূত্রে ভারতীয় হ'য়েও বাংলাদেশী। আমার পিতৃপুরুষ বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানুষ। নির্মম, ঘৃণ্য দেশভাগের কারণে ঘরবাড়ি সমস্ত কিছু ছেড়ে দেশভাগের আগেই পশ্চিমবাংলা তথা ভারতে চলে আসতে হয়। তারপর থেকে আজও এই দেশেই বাস করছি। বাপ-মা-ঠাকুর্দা-দাদু ইত্যাদি আজ আর তারা কেউ নেই। আছে শুধু স্মৃতি। তাও কালের নিয়মে তা হ'য়ে যাচ্ছে ঝাপসা। যাই হ'ক হামিমদার লেখার উপরে আপনার লেখা কমেন্ট পড়লাম। আর তাই মনে হ'ল দু'এককথা আপনার সঙ্গে শেয়ার করি। তাই আপনাকে লিখতে বসে গেলাম আর নিজের লোক মনে ক'রে খোলা চিঠির মাধ্যমে আপনাকে তা জানিয়ে দিলাম।
আপনাকে কে বললো বাংলাদেশের স্বাধীনতার অবমাননা সবচেয়ে ভারতের লোকজন করে? যদি তাই হয় তাহ'লে কোন দেশের লোকজন কম অবমাননা করে সেটা তো বললেন না? 'বাংলাদেশের স্বাধীনতা ভারতের ভিক্ষা' এই কথা যদি ভারতের কেউ কেউ ব'লে থাকে তাহ'লে তার দায় ভারতের ১৩০কোটি লোকের উপরে বর্তায় বুঝি? আপনার বাংলাদেশের অনেক মানুষ ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে, গালিগালাজ করে তাহ'লে তার দায়ও বুঝি বাংলাদেশের প্রায় ১৬কোটি জনগণের উপর বর্তায়? এটা কোন জাতীয় শিক্ষিত লোকের চিন্তাধারা তা বুঝলাম না।জানি না আপনার বয়স কত আর জানি না আপনি সেই ভয়ংকর নির্মম বেদনাদায়ক ৭১সালের ইতিহাসের সাক্ষী আছেন কিনা।সেদিন ভারতের মানুষের মনে বাংলাদেশের উপরে পাকিস্তানী সেনার নৃশংস বর্বরোচিত আচরণের কি তীব্র প্রভাব পড়েছিল, ভারতের আকাশে বাতাসে ও ভারতের পার্লামেন্টে কি ভয়ানক ঝড় উঠেছিল, কংগ্রেস সরকার ও বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে ইন্দিরা গান্ধীর যে কোনও সিদ্ধান্ত গ্রহণে খুলা সমর্থন ইন্দিরা গান্ধীর উপর কোন স্তরে পৌছেছিল, বাংলাদেশ সম্পর্কে গৃহীত ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের উপর আন্তর্জাতিক চাপ কতটা ইন্দিরা গান্ধী দ্বারা উপেক্ষিত হয়েছিল, ভারতের জনগণ ইন্দিরা গান্ধীর পক্ষে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর হাতকে কতটা মজবুত করেছিল ইত্যাদি ইত্যাদি তা' আপনি মিঃ কাজি ফয়জল সম্ভবত জানেন না। সেদিন এপার বাংলার ষোলোর যৌবন বাংলাদেশের সমর্থনে পথে পা রেখেছিল কাজি সাহেব শুধুমাত্র মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবার মানবিকতার কারণে। সেদিনের ইন্দিরা গান্ধীর সাহসী ভুমিকার জন্য আজও গর্ব অনুভব করি। গর্ব অনুভব করি এমন এক নেত্রীর জন্য যার হৃদয় সেদিন কঠোর-কোমলের এক অপূর্ব সমন্বয় বিশ্বের সামনে উদ্ভাসিত হয়েছিল। কাজিবাবু মায়ের হৃদয় কি ও কেমন হ'তে পারে আমরা সেদিন ভারতীয়রা টের পেয়েছিলাম। আপনার কথামত অর্থাৎ আপনি যা লিখেছেন সেইমত কিছু শিক্ষিত ও অশিক্ষিত মানুষও সেদিনের ভারতের ভুমিকা সম্পর্কে এই ধরণের কথা বলে যা' সত্যিই দেশবাসী হিসাবে আপনাদের মনে লাগে। এই ধরণের কথা কখনোই কাম্য নয়। আর এই ধরণের কথা কোনও সচেতন ভারতীয় সমর্থনও করে না। এই ধরণের মানুষ সব দেশেই, সব কালেই, সব স্থানেই রয়েছে, আর রয়েছে যুগ যুগ ধরে। তাই ব'লে দেশের বৃহত্তম অংশ সেই মনোভাব পোষণ করে সেই ভুল কথা আপনাকে কে বললো? এগুলি আপনার রাগের কথা। এমন রাগ আপনাদের কিছু বাংলাদেশী সম্পর্কে আমাদেরও হয়। তাই ব'লে সেই রাগ বাংলাদেশের ১৬কোটি মানুষের উপর বর্তায় না।
আর যে দেশ আপনাদের উপর চরম নির্মম অত্যাচার করলো, মায়েদের উপর হায়েনার মত ঝাপিয়ে পড়ে নির্দয়ভাবে ছিঁড়েখুঁড়ে খেলো, শিশুদের উপর,মানবিকতার উপর চরম সীমাহীন বলাৎকার করলো আর যেই দেশ মায়ের মত বুক দিয়ে আগলে রেখে, পিতার মত মাথার উপর ছাতা হ'য়ে থেকে, ভাইয়ের মত পাশে দাঁড়িয়ে, বোনের মত স্নেহ-মমতায় ভরিয়ে দিয়ে, বন্ধুর মত হাত বাড়িয়ে দিয়ে প্রমাণ দিল আমি শত্রু নয় সেই দুই দেশকে একই পাল্লায় তুলে কাজিবাবু আপনি বা আপনারা ওজন মাপেন, বিচার করেন?
কয়েকজন অবিবেকী, মনুষ্যত্বহীন, বোধহীন, চেতনাহীন, জ্ঞানহীন মানুষের বালখিল্য বক্তব্যের জন্য ভারতের সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন? একবারও মনে পড়লো না সেইদিনের ভারতের কথা যারা আপনাদের সবচেয়ে প্রয়োজনের দিনে পাশে দাঁড়িয়েছিলো? এমন মানুষ পৃথিবীর কোন প্রান্তে নেই বলবেন কাজিবাবু?
তাহ'লে এটাকে কি বলবো? অকৃতজ্ঞ ও বেইমান????????
তবে একটা কথা বলি, ঐ যে অতুল্প্রসাদ সেনের একটা গান আছে না, "বল বল বল সবে, শতবিণা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ট আসনও লভে।" প্রকারান্তরে কথাটা সত্যি হয়েই গেল নাকি? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট সবাইকে হারিয়ে বিশ্বের সেমিফাইনালের চার দলের তিনটে দলই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলে অতীতে একটা দেশই ছিল। আমার, আপনার, সবার ভারতবর্ষ!!!!!!!!!!
যাইহ'ক আমার নমস্কার জানবেন ও ভালো থাকবেন।

হামীম ফারুক is feeling angry.
· Dhaka, Bangladesh ·

বাংলাদেশের যে তরুণ পাকিস্তানের খেলা দেখে হাততালি দেয়, সে হয়তো ১৯৭১ এ এদেশে পাকিস্তানীদের নির্মমতা দেখেনি। কিন্তু বাংলাদেশের যে সব জ্ঞানপাপী খেলার ভেতরে রাজনীতি মেশাবেন না বলে পাকিস্তানের সাফল্যে খুশিতে আটখানা হয়ে পড়ে তাদের কি বলবো !!
( লেখা ১৯শে জুন'২০১৭ )

No comments:

Post a Comment