Powered By Blogger

Wednesday, June 14, 2023

কবিতাঃ কুৎসিত ভুবনে মাভৈ! ভয় নাই।

হে দয়াল! হে আমার দয়াময়! তমসার পার হ'তে
অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ তুমি ইষ্ট প্রতীকে আবির্ভুত!
তবুও কেন জীবন মাঝে এত অন্ধকার!?
কেন চরাচর জুড়ে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অপার!?
হে প্রভু! তুমি কোথায়? তুমি নেই তাই আলো নেই,
নেই রূপ-রস-গন্ধ! সুর নেই, তাল নেই,
নেই কোনও ছন্দ! তুমি নেই তাই হাওয়া নেই, ছাওয়া নেই,
নেই আসা যাওয়া! তোমার ধামেতে তোমাতে আমাতে
নেই যোগাযোগ, নেই তোমায় চাওয়া পাওয়া!
হে দয়াল! হে আমার দয়াময়!
কোথায় সেই আলোময়, রুপময়, রসময় চরাচর!?
কোথায় সেই ধাম যে ধামে আছে আঃ রাম! আরাম!
যা চেয়েছি জীবনভর!?
চারিদিকে ঘরে-বাইরে শুধু রিপুর বিকৃত উল্লাস!
রিপু তাড়িত বৃত্তি-প্রবৃত্তির বৃত্তে উৎকট ধ্বনি, খাল্লাস!
সেই যে কবে কবি ব'লে গেছে,
চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস!
আজও সেই ট্রাডিশান আরও ভয়ংকর রূপে
চলেছে ব'য়ে, আসছে নির্ম্মম ক্ষমাহীন নিষ্ঠুর ধেয়ে
চরাচর জুড়ে, ভাঙ্গেনি কবির বিশ্বাস!
কেউ নেই কোথাও যারে বলি বাঁচাও............
দেশ জুড়ে শুধু সকাল সন্ধ্যে দত্যি দানবেরা বলে,
হাঁউ মাউ কাঁউ মানুষের গন্ধ পাঁউ!
মাঝে মাঝে তাই ভাবি, হে দয়াল!
বাঁচিতে চাহি না আমি এই কুৎসিত ভুবনে
দানবের মাঝে আমি বাঁচিবারে না চাই।
পরমূহুর্তে দয়ালের দু'চোখে জ্বলে ওঠে আলো!
নীলাভ স্বপ্নিল মায়াময় স্নিগ্ধ নরম আলো ছড়িয়ে
বরাভয় হাত তুলে দয়াল বলে আমায়,
মাভৈ! ভয় নেই, ভয় নেই, আমি আছি ভয় নেই!
জরা নেই, মৃত্যু নেই, নেই দুঃখ কষ্ট!
জ্বালা নেই, যন্ত্রণা নেই, নেই অকালমৃত্যু যত!
আয় ছুটে আয় আয়রে সবাই
জীবন খুঁজে পাবি হেথায়
তোর জীবন মাঝে জ্বলবে আলো
অপার আনন্দে ভাসবি সেথায়।
( লেখা ১৫ই জুন। ২০২১ )

No comments:

Post a Comment