তুমি আমার প্রাণে তবে কেন শান্তি নেই মনে!?
তুমি আমার ঘরে তবে আমায় ভয় কেন ঘেরে!?
তুমি আমার সখা তবে আনন্দ কেন দেয় ধোঁকা!?
তুমি আমার সব তবে কেন মনে হয় আমি শব!?
তুমি আমার প্রাণ তবে করে কেন প্রাণ আনচান!?
তুমি আমার সব জানো তবে আমার ভরসা নেই কেন!?
তুমি আমার থাকো মাথায় তবে কেন বলি তুমি কোথায়!?
তুমি আমার আছো শরীরে তবে কেন খুঁজে মরি মন্দিরে!?
তুমি আমার চিন্তায় তবে মরি কেন আমি দুশ্চিন্তায়!?
তুমি আমার সদাই অধরে তবে কেন মন যেতে চায় কন্দরে!?
তুমি আমার বিশ্বাস তবে কেন হানা দেয় মনে অবিশ্বাস!?
তুমি আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে তবে কেন একাকী অবশেষে!?
কেন দয়াল!? কেন!?!? কেন!?!?!?
( লেখা ২৪শে এপ্রিল'২৩ )
No comments:
Post a Comment