Powered By Blogger

Saturday, June 10, 2023

প্রবি সমাচার ২৩

করোনা ও শান্তি।

করোনা শান্তিপ্রিয় মানুষের কাছে, যে কোনও কারণেই হ'ক হৈ চৈ, অকারণ হৈ চৈ, সীমাহীন উচশৃঙ্খল বিশৃঙ্খল হৈ চৈ পছন্দ না করা মানুষের কাছে কিম্বা লাগামছাড়া ড্যামকেয়ার মনোভাবাপন্ন মানুষের জন্য পরিবেশ দূষিত হওয়ার কারণে শান্তি বিঘ্নিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য, শান্তি পাওয়ার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য কি আশীর্ব্বাদ? করোনা কি অসহায় শান্তিপ্রিয় মানুষের কাছে শান্তির দূত? করোনা কি শান্তিতে বাঁচার জন্য, শান্ত উত্তেজনাহীন ভিড়মুক্ত পথেঘাটে, ট্রেনেবাসে চলার জন্য, লোকালয় মাঝে একটু নিরালায় নিভৃতে থাকার জন্য পরশ পাথর? পৃথিবী জুড়ে ভয়ংকর অশান্তির মাঝে একটু শান্তির প্রলেপ? জানি না ঠিক; হয়তো বা।
No photo description available.
All reaction

No comments:

Post a Comment