Powered By Blogger

Saturday, June 10, 2023

প্রবি সমাচার ২২

দিনের শেষে।

কথায় কথায় মানুষ বলে, আপন থেকে পর ভালো কিন্তু দিনের শেষে যখন সুর্য্যিমামা পাটে যায় তখন সেই লাল আভার মাঝে বিদায়বেলার যে বিষণ্ণতা আকাশের বুকে ছড়িয়ে থাকে তখন সুর্য্যিমামার সেই বিদায়বেলার, সব কিছু ছেড়ে চলে যাবার মন খারাপ করা ব্যথা ভরা বিষন্নতা মাঝে নিজেরও মনে বিষন্নতার মেঘ ঘনীভূত হয়! মনে হয় তখন, পর থেকে ঘর ভালো। মনে পড়ে তখন ঘরের কথা! কত ছোটোবেলার স্মৃতি ভেসে ওঠে তখন বিদায়বেলায়। একা! সম্পূর্ণ একা তখন আমির আমার মাঝে সাক্ষী থাকে শুধু দয়াল। সঙ্গীও শুধু সেই দয়াল! মনে পড়ে বাবাইদাদার কথা, "শুরু থেকে শেষ পর্যন্ত থাকে সেই দয়াল! মাঝে অনেকের আসা যাওয়া চলতে থাকে কিন্তু সুর্যের আলোর মত নিরবচ্ছিন্ন থাকে শুধু সেই একজন! দয়াল! দয়াল!! পরমপিতা দয়াল!!!" যাকে ঝলসানো যৌবনের ঝলসানো উত্তাপে চিনতে পারিনি, জানতে পারিনি, বুঝতে পারিনি। তাই একে একে ছেড়ে চলে গ্যাছে সবাই। কিন্তু ছেড়ে যাননি তিনি আর তাই তাঁকে আমল দিইনি। বিষন্নবেলার স্মৃতির মত সব থাকতো আঁকড়ে আমায় যদি তিনি থাকতেন সাথে, তাঁর জীবন্ত উপস্থিতি থাকতো জীবনের প্রতি পলে পলে। হে দয়াল! ক্ষমা ক'রো!
( লেখা ১০ই জুন'২৩)

No comments:

Post a Comment