আমি জানি, আবেগ ভালো, আবেগে ভেসে যাওয়া ভালো নয়। এরকম অতি উন্নত জীবনের অধিকারী মানুষকে সামনা সামনি দেখা, সংস্পর্শে আসা, সঙ্গ লাভ করা বহু বহু জন্মের সুকৃতির ফল! ঈশ্বরকোটি মানুষ কাকে বলে তা আজ জেনেছি, দেখেছি, সঙ্গ লাভ করেছি, কথা বলেছি অনেক অনেকবার। আমার এ ক্ষুদ্র অতিক্ষুদ্র, সাধারণ অতি সাধারণ জন্ম সার্থক বিশ্বের ৮০০কোটি মানুষের কোলাহলের ভিড়ে এমন দিব্যকান্তি অপূর্ব সুন্দর স্থিতপ্রজ্ঞ ঈশ্বরকোটি মানুষের সঙ্গ লাভ করতে পেরে। এর জন্যে আমি আমার পিতামাতার চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁরা আমাকে হাতে ধ'রে সেই ছোট্টবেলায় যদি এখানে না বসিয়ে দিয়ে যেতেন হয়তো আমিও হাজারো লক্ষ কোটি অভাগার মতো দিকভ্রষ্ট হ'য়ে এমন সঙ্গলাভে বঞ্চিত হ'তাম।
তাই আবার যদি আসি কোনওদিন এ ধরাধামে হে দয়াল তবে এমন পিতামাতার কোল যেন পায়। কারণ আবার তোমার কাছেই যেন আসতে পারি এমন বাবা-মা আমার চাই।
আমার প্রিয়বন্ধুরা! তোমরা একবার এসে দেখে যাও নিজের চোখে এমন সুন্দর মানুষকে পৃথিবী থেকে চলে যাবার আগে।
হে ঈশ্বরকোটি পুরুষ আচার্যদেব আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ ক'রো। আশীর্বাদ প্রার্থনা করি যেন তোমার মতো ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের মানুষ হ'য়ে উঠতে পারি।
( ১৬ই মে'২০২৩ )
আমার প্রিয়বন্ধুরা! তোমরা একবার এসে দেখে যাও নিজের চোখে এমন সুন্দর মানুষকে পৃথিবী থেকে চলে যাবার আগে।
হে ঈশ্বরকোটি পুরুষ আচার্যদেব আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ ক'রো। আশীর্বাদ প্রার্থনা করি যেন তোমার মতো ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের মানুষ হ'য়ে উঠতে পারি।
( ১৬ই মে'২০২৩ )
No comments:
Post a Comment