Powered By Blogger

Friday, June 16, 2023

উপলব্ধি ৪৪ দায় কার!? কার দায়!?

ধর্মের নামে যুগ যুগ ধ'রে যে অধর্মগুলি হ'য়ে চলেছে, যাদের দ্বারা হ'য়ে চলেছে সেই অধর্মীয় আচরণ বা কর্মকান্ডগুলি তাদের কাছে ধর্মীয় আচরণ বলেই তারা মনে করে শুধু তাই নয় সেই আচরণগুলিই আজ ধর্মীয় আচরণ বলে সমাজে স্বীকৃতি পেয়েছে। যা আমার কাছে ধর্ম তা অন্যের কাছে অধর্ম বলে মনে হয়। যেমন ঠাকুর অনুকূলচন্দ্র আমার কাছে জীবন্ত ঈশ্বর, পরমপিতা আবার ঠিক তেমনি কারও কাছে ঠাকুর প্রতিকূলচন্দ্র জীবন্ত ঈশ্বর বা পরমপিতা। এক্ষেত্রে কি করণীয়? কিছু বললেই তো ধর্ম বিশ্বাসে আঘাত লেগে যাবে! তাই না? তাহ’লে আঘাত লেগে যাবার ভয়ে কিছুই বলা যাবে না!? যেমন পশু বলি। পশু বলির বিরুদ্ধে কত মহাত্মাই তো কত কথা বলে গেছেন তা কি সাধারণ মানুষ মেনেছে? নাকি ধর্ম বিশ্বাসে আঘাত লাগার ভয়ে মহাত্মারা বলা থেকে বিরত ছিলেন? ঠাকুর অনুকূলচন্দ্রের তান্ত্রিকের হাত থেকে ছোট্ট ছাগ শিশুকে মায়ের কাছে বলির হাত থেকে বাঁচাবার জন্য তীব্র আকুতি, কষ্ট, যন্ত্রণা, কান্নার কথা কে না জানে! তথাপি ঠাকুরের মন্ত্রশিষ্যরা শকুন্তলা মায়ের কিম্বা শ্মশানকালী ইত্যাদি মায়ের পূজায় ছোট্ট ছাগ শিশু হাতে লাইনে দাঁড়ায় বলি দেবার জন্য! কেন? এটা বললে কি অন্যের ধর্ম বিশ্বাসে আঘাত লেগে যাবে? নেপালের গাধীমাই মন্দিরে হাজার হাজার লক্ষ লক্ষ পশু বলি হয় ; সে এক মর্মান্তিক দৃশ্য! সেটা সেই সমস্ত লক্ষ লক্ষ লোকের ধর্ম বিশ্বাস!? সেই নারকীয় পিশাচী ধর্মীয় আচরণ, রীতিনীতির বিরুদ্ধে কেউ নেই বলবার বা প্রতিবাদ করার? আর বিরুদ্ধে বললেই অন্যের ধর্মের বিশ্বাসে তা হবে আঘাত!? সম্প্রতি রামনবমী উপলক্ষ্যে যে ঘটনাগুলি আসানসোল তথা সারা রাজ্য জুড়ে সংগঠিত হ’লো সে সম্পর্কে কি বলা যাবে? অস্ত্র হাতে যারা মিছিল করলো তারা ধর্ম পালন করেছে আবার যারা নিরস্ত্র অবস্থায় মিছিল করেছে তারাও ধর্মীয় উৎসব পালন করেছে। কোনটা ধর্ম আর ধর্মীয় উৎসব পালন তার ধার ধারছে কে? আমার কাছে অস্ত্রশস্ত্র নিয়ে শোভাযাত্রা যদি অশোভন, অধর্মীয়, নীতি বিগর্হিত হয় তাহ’লে অন্যের কাছে তা বীরপূজা। এবং এই বীরপূজার সমর্থক পন্ডিত সমাজও। এখন প্রশ্ন ক্ষতি বা সমস্যার সম্মুখীন হচ্ছে কে বা কারা। ক্ষতি বা সমস্যা যদিও গোটা সমাজ বা মানবজাতির তথাপি সমস্যা বা ক্ষতি সাধারণ আম আদমির। আম আদমি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ইচ্ছায় হ’ক আর অনিচ্ছায় হ’ক এই ক্ষতি বা সমস্যায় জড়িয়ে পড়ে। এই ক্ষতি বা সমস্যা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের অন্যায় বা অপরাধের দায় প্রশাসনের কিন্তু আম আদমি যে এই ক্ষতি বা সমস্যার শিকার; তার দায় কার? তার দায় কে নেবে? এই যে ধর্মের নামে পূজাপাঠ, পশুবলি, হাতে তাবিজ-মাদুলি-পাথর-আংটি-লালনীল সুতোর বাঁধন-অস্ত্রমিছিল ইত্যাদির যুগ যুগ ধ'রে বোঝা ব'য়ে চলেছে আম আদমী মানসিক দুর্বলতার শিকার হ'য়ে; এর দায় কার?
( লেখা ১৭ই জুন'২০১৮ )


No comments:

Post a Comment