Powered By Blogger

Tuesday, June 20, 2023

খোলা চিঠিঃ আমার ফেসবুকের কমিউনিস্ট বন্ধুরা শুনছেন?

এই বিজ্ঞাপনটা কি সত্য ও সত্যি কি এর খবর!?

পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা আপনারা কি সত্যি সত্যিই দেশের শত্রু আর বিদেশ রাশিয়া, চীনের বন্ধু!? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! বিশ্বাস হয় না! কিন্তু বহু ঘটনাবলী বিশ্বাস করতে, ভাবতে বাধ্য করছে! কেন!? কেন এমন খবর কমুনিষ্টদের গায়ে কালি ছেটায়!? আপনারা দেশের স্বার্থে দলের স্বার্থে মুখ খুলুন, কিছু বলুন, চুপ ক'রে থাকবেন না। গণশক্তির সত্যতার সতীত্ব রক্ষা করুন। কমিউনিস্ট পার্টি করতে গেলে, কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী হ'তে গেলে কমিউনিস্ট হ'তে গেলে, কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী হ'তে গেলে কমিউনিস্ট কান্ট্রি-র দালালি করতে হবে!? স্বাধীনভাবে এই দর্শন, এই মতবাদকে অনুসরণ করা যায় না!? রাশিয়া, চীন ইত্যাদি কমিউনিস্ট কান্ট্রি-র গোলামী করতে হবে!? আমার দেশে সাম্যবাদ তত্ত্বে পন্ডিত কোনও তাত্ত্বিক নেতা নেই যিনি ভারতীয় কমিউনিস্টদের, সাম্যবাদীদের আদর্শ হ'তে পারেন, দেখাতে পারেন পথ!? তাহলে কি ধ'রে নেব ভারতের কমিউনিস্ট পার্টি ও তাদের অনুগামীরা বিদেশি প্রোডাক্ট, মৌলিকত্ব দাবি করার কোনও অধিকার নেই ভারতীয় কমিউনিস্টদের!? পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে সব চীনের, রাশিয়ার কমিউনিস্ট!? ভারতীয় কমিউনিস্ট ব'লে কেউ নেই, কিছু নেই বা থাকতে নেই ভারতের মাটিতে!? পশ্চিমবঙ্গ, কেরালা তথা ভারতের সব কমিউনিস্টরা আমদানিকৃত প্রোডাক্ট!? তাহলে নির্ভেজাল ভারতের মাটিতে, ভারতের আবহাওয়ায় জন্ম ও লালিত-পালিত কোনও কমিউনিস্ট দলের ও সদস্যের অস্তিত্ব নেই!? সত্যি সত্যিই নেই!? এমন কেউ কমিউনিস্ট নেই যারা যে কোনও দেশের যে কোনও মতবাদের তা সে কমিউনিস্ট হ'ক আর না হ'ক বা অন্য কোনও মতবাদের অনুসারি ও অনুগামী হ'ক সেই অনুসারী ও অনুগামীদের ভারতের মাটিতে আক্রমণের, নাশকতার সমুচিত জবাব দেবে মাথা উঁচু ক'রে ভারতীয় হ'য়ে!? যদি কোনও কমিউনিস্ট এর উত্তর দেন বাধিত থাকবো। অপেক্ষায় রইলাম। ফেসবুকে আমার সাম্যবাদ তত্ত্বে বিশ্বাসী অনেক বন্ধু আছেন তাঁদের কাছে আমার অনুরোধ আসুন আমাকে পথ দেখান, আমি জানতে চাই, আমায় জানতে ও বুঝতে সাহায্য করুন। আমার এই লেখা এড়িয়ে যাবেন না আমার ফেসবুকের কমিউনিস্ট বন্ধুরা! আমি দেশকে ভালবাসি, ভালোবাসি আমার দেশের মানুষকে আর তাই চাই দেশকে বাঁচাতে ও দেশের মানুষকে বাঁচাতে, চাই সত্য জানতে!!!!!! কেউ জানাবেন কি!? কেন ভারতের কমিউনিস্টরা রাশিয়ার হাত ধ'রে দীর্ঘ পথ পাড়ি দেবার পর রাতারাতি হাত ছেড়ে দিয়ে কমিউনিস্ট দেশ চীনের শরণাপন্ন হ'লো!? তাহ'লে চীনের কমিউনিস্টদের দ্বারা অনুপ্রাণিত নকশালরা সেদিন কি দোষ করেছিল!? কবি, সাহিত্যিক, গায়ক, শিল্পী, পরিচালক-পরিচালিকা, অভিনেতা-অভিনেত্রী ইত্যাদি সমস্ত স্তরের কমিউনিস্ট পন্ডিত বুদ্ধিজীবীদের কাছে অনুরোধ ও প্রার্থনা আসুন আপনার মতামত দিন।-----------প্রবি।
( লেখা ২০শে জুন'২০২০ )

(যে কন্টেণ্টের ওপর ভিত্তি ক'রে লেখাটা ছিল বর্তমানে দেখলাম সেই কন্টেন্টটা ডিলিট ক'রে দেওয়া হয়েছে।)

No comments:

Post a Comment