Powered By Blogger

Tuesday, June 13, 2023

প্রবন্ধঃ চলার পথে।

কথায় আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। কুয়োর ব্যাঙ সব যুগেই ছিল, আছে ও থাকবে। কুয়োর ব্যাঙ কথাটা তো বাস্তব; তাই নয় কি? কুয়োর মধ্যে থাকার ভাগ্য নিয়ে যারা এসেছে তাদের খোলা আকাশের বিশালতা দেখার সৌভাগ্য কোনও জন্মেও হবে না কারণ এই জন্মেও কুয়োর ব্যাঙেদের ভাগ্য পরিবর্তনের কোনও ইচ্ছে বা চেষ্টাও নেই বিন্দুমাত্র বরং নিজেকে আরও আরও কুয়োর থেকেও ছোট্ট গর্তে ঢুকিয়ে নিয়ে যাওয়ার আয়োজনে তারা ব্যস্ত! তাই স্বাভাবিকভাবেই বলতে পারি এরা সেই কুত্তা যারা হাতি চলে গেলে পিছন থেকে ঘেউ ঘেউ ক'রে ভোঁকতে থাকে। 'কুয়োর ব্যাঙ', 'চোরা না শোনে ধর্মের কাহিনী', 'হাতি চলে বাজারমে কুত্তা ভোঁকে হাজার' ইত্যাদি ইত্যাদি কথা, প্রবাদগুলি এই ধরণের বিকৃত মানসিকতাসম্পন্ন মানুষদের জন্য সৃষ্টি হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তাই এদের কথা, ব্যবহার, গালাগালি প্রমান করে এরা বায়োলজিক্যালি ডিফেক্টিভ প্রোডাক্ট! তাই এদের সঙ্গে কথা বলতে যাওয়া মানে সেধে গায়ে গু লাগানো। এদের এদের মত থাকতে দিন। যার জন্য যে পরিবেশ সে সেই পরিবেশে বেঁচে থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। সেফটি ট্যাঙ্কের পোকাকে সেফটি ট্যাংকেই থাকতে দিন , বাইরের পরিষ্কার জলে এরা ছটফটিয়ে হাঁফিয়ে মারা যাবে। চলার পথে আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন। এরা, এই ধরণের নেগেটিভ মানসিকতার মানুষেরা মানুষকে নিজেদের দিকে টানতে চায়, চায় একাকীত্ব, নিঃসঙ্গতা দূর করতে। ফলে ব্যর্থ হ'য়ে আরও যন্ত্রণায় জড়িয়ে পাগল হ'য়ে যায় আর আচার্যদেবের কথা মত এদের শেষের সেদিন ভয়ঙ্কর হ'য়ে ওঠে। ঠাকুরকে নিয়ে যারা কুৎসা, গালাগালি করছে তারা জৈবি সংস্থিতির কারণেই তা করছে। তারা তা করুক, আপনি বা আপনারা আপনার, আপনাদের চলার পথে ঠাকুর যা করতে বলেছেন আচার্যদেব সেই বলাগুলি যেভাবে ক'রে ও যেভাবে চলে আমাদের চলার পথ দেখাচ্ছেন সেই পথে চলুন আর সবাইকে নিয়ে ভালো থাকুন। জয়গুরু।
( লেখা ১৩ই জুন, ২০১৯ )

No comments:

Post a Comment