"অপাত্রে করিলে দান দাতা গ্রহীতা দুইই ম্লান"।
আর এই সংসার বা সমগ্র সমাজে এই দরিন্দাদের দাপট থাকতে পারে কিন্তু সমাজ বা সংসার তাদের অধীন নয় এটা যেন আমরা মনে রাখি যারা কন্যা জন্মের পক্ষে সওয়াল করি। এই দরিন্দাদের জন্য এই পৃথিবী কঠিন ব্যাধিতে ভুগছে এই কথা যেমন সত্য ঠিক তেমনি সত্য, কন্যা জন্ম মানে 'জটিল দায়গ্রস্থ ব্যাধি' নয় এই কথাটাও পুরুষ সমাজ জানে, মানে, অনুধাবন করে আর ঠিক তেমনি আরো সত্য এই দরিন্দাদের পর এই ব্যাধির জন্য সমান দায়ী নারীপুরুষ উভয়েই। আমরাও আমাদের কাজ করিনি, করিনা। এই দরিন্দারা সংখ্যায় লঘিষ্ঠ এদের নিয়ে এত গুরুত্ব দেওয়ার অর্থ নিজেদের দায়িত্ব সম্পর্কে উদাসীন থাকা। অন্ধকার যেমন আছে তেমনি আলোও আছে। অন্ধকারের আলাদা কোনও অস্তিত্ব নেই। আলো নেই তাই অন্ধকার। আলো জ্বললেই অন্ধকার দূর হ'য়ে যায়। অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না, আলো অন্ধকারকে গিলে ফেলে। তাই লেখার মধ্যে আলো জ্বালান, আলোর দিক তুলে ধরুন অন্ধকার ব'লে কিছু থাকবে না। অন্ধকারকে এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই। কারন যার অস্তিত্ব নেই তার কিসের এত চর্চা, এত গুরুত্ব, এত আলোচনা!? আসুন আলোর সন্ধান করি, আলোর চর্চা করি, আলোকে তুলে ধরি! সূর্যের আলোর মত ছড়িয়ে পড়ুক সেই আলো মানব সমাজে! দরিন্দা রূপী সেই অন্ধকার আলোর বন্যায় ভেসে যাক, মুছে যাক, মিটে যাক চিরতরে!!!!!!!!
( লেখা ২৪শে জুন'২০১৯ )
No comments:
Post a Comment